ধর্ষণের শাস্তি কোরানভিত্তিক নয় বলে আজ এই অবস্থা।
দাজ্জাল!!! ইহুদী-খ্রিস্টান বস্তুবাদী সভ্যতার হুকুম আইন কানুন নিয়ে দেশ সমাজ ব্যক্তি চালানো হচ্ছে।
কিন্তু ধর্ষণ এর শাস্তি দেওয়া হচ্ছেনা কোরানিক অর্থাৎ মিত্তুদন্ড,
তাহলে বাবা মেয়ে কে কেন, ছেলে মাকে,ভাই বোন কে ধর্ষণ করছে তার বহু প্রমান আছে।
কেন হচ্ছে????
দাজ্জাল এর হুকুমত দিয়ে দেশ সমাজ ব্যক্তিগত জীবন চলতেছে,একদিকে মানুষ হয়ে উঠছে ভোগবাদী যন্ত্র নির্ভরশীল। আর হয়ে যাচ্ছে ভারসাম্যহীন, কোন টা মেয়ে কোনটা মা, বোন তার কোন বাছ বিচার নাই।
আর কত দিন চলবে এই দাজ্জালীও সিস্টেম ???
আজ বনি আদম কে একটা সিধান্ত নিতে তা হলো - তারা মানবরচিত সকল নারকীয় তন্ত্র বাদ দিবে এবং স্রস্টার দেওয়া বিধান নিবে। তাহলেই শান্তি ও মুক্তি।
আবার বেচে উঠবে মানবতা,সকল ধর্ম ও বর্ণ।
মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।
Posted via Blogaway
No comments:
Post a Comment