DESHERPATRO

Tuesday, March 4, 2014

আমার ভাইয়ের জন্মদিনে, হাবিব সিকদার___

আমার ভাইয়ের জন্মদিনে
সিকদার_____

আমার ভাইয়ের জন্মদিনে
জানাই শুভেচ্ছা মনেপ্রাণে।
হায়াত দান করুক তোমায় প্রভু সত্য অভিযানে
সবসময় থাকুক প্রভুর কথা তোমার মনে।

সুন্দর হয়ে উঠুক তোমার জীবন
তোমায় ভালোবাসি মোরা যে আপন।
রক্তের চেয়েও তোমায় ভালোবাসি
তাইতো মোরা এক রশ্মিতে ধরে আছি।

ফুলেল শুভেচ্ছা জানাই
ওহে আমার আত্মার ভাই।
সালাম রইলো তোমায় আজীবন
সুন্দর হয়ে উঠুক তোমার ত্রিভুবন।

দোয়া করি প্রভুর তরে
আমার ভাই যেন সুন্দর হয়ে ওঠে গড়ে।
তাহার বাকি জীবন যেন কাটে তওহীদে
আত্মার ভাই মোরা থেকে যাবো একসাথে।

মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান।


Posted via Blogaway

No comments:

Post a Comment