DESHERPATRO

Thursday, February 20, 2014

কোথা সে মুসলমান??

কোথা সে মুসলমান??

কম্পিউটারের বুতামে আধুনিক জেহাদে
কলেমার পতাকা ইমেজের ভিতরে।
উড়ছে তাহা পত পত ধরায় নেহি
এসলাম কায়েম হলো এবার নেটে দেহি।

প্রভুর হুকুমত নাহি চলে সারা ধরায়
যাও চলে তাহা ব্যক্তিতে বিকৃত পরম্পরায়।
কি যে ফতোয়া শিখেছি মোরা
জাতিকে তেহাত্তুরে ভাগ করা।

কেহ ধরিবার চাহে না কলেমার পতাকা
কে করিবে সমুন্নত তওহীদের ঝান্ডা?
মোমেন মোমেন বলে বেড়াই
দীন প্রতিষ্ঠার কামে নাহি যাই।

কবি নজরুলের কথা বলি এবার
মনে রাখা দরকার যে সবার।
আল্লাহতে যার পুর্ন ঈমান
কোথা সে মুসলমান
যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া
জিন পরি ইনসান।
কোথা সে মুসলমান?????

স্ত্রী পুত্র আল্লাহতে সপি জেহাদে যে নির্ভীক
হায় আজ তারা মাগে ভীখ।

হাবিব বিন আব্দুস ছোবান।।।

No comments:

Post a Comment