আজকাল মোসলেম নামদারীরা জ্ঞানী না ফতোয়াবাজী??
এক মোসলেম নারীর জবাবে লেখা, তার আবার জ্ঞানের খুবই অহংকার। (বর্তমান বিকৃত এসলামের)
জ্ঞানী? :-
প্রকৃত জ্ঞানী সেই যে মিথ্যা কে ধবংস করে সত্য দিয়ে। অন্ধকার অর্থাৎ কালো কে দুরিভুত করে নুর অর্থাৎ (কোরান) আলো দিয়ে।
কিন্তু ফতোয়া দিয়ে নয়। সমস্ত জ্ঞানই একজনের থেকে থাকেনা।।। জ্ঞান অর্জনের শেষ নেই।আর নিজেকেই প্রকৃত জ্ঞানী মনে করাও বোকামী।।
আর যারা জ্ঞানী তারা বলবে আমাদের তো জ্ঞানই নাই, মহান আল্লাহ আল্লাহই হলেন আলেম অর্থাৎ মহা জ্ঞানী, আর আমরা তুচ্ছ জ্ঞানী। আপনি যে নিজেই সরাসরি নির্দেশক শব্দ ব্যবহার করে মানুষ উপদেশ দিলেন।।তাতে নিজেই মহাজ্ঞানী হয়ে যাওয়াটা কি সমীচিন?
আপনিই যে প্রকৃত জ্ঞানী তা কিন্তু নয়,মহান আল্লাহ আপনার চেয়ে আরো মহান মহান জ্ঞানী বানিয়ে রেখেছেন।।। ফতোয়াজী নয়।আপনার জ্ঞান কিন্তু শুধু ফতোয়াজীতেই সীমাবদ্ধ আপনি অন্য বিষয়ে কিছুই জানেন না।। কোরান হাদিস শুধু কি ফতোয়াজীর জন্য দিয়েছেন?
তা নয়, এখানে বিজ্ঞানের বহু বিষয় লিপিবদ্ধ আছে, যা আপনি তো জানেনি না বিজ্ঞানীরা পর্যন্ত অবগত নয়। আল্লাহ কোরানে সমস্ত জ্ঞান আগে হতেই দিয়ে রেখেছেন যা মানুষ ভবিষ্যৎ এ আবিষ্কার করবে।।
আর আপনি?????
জানেন????
বিজ্ঞান সম্বন্ধে??? কতটুকু জানেন???
বলতে গেলে কিছুই না....
কারন আপনার জ্ঞান যে মাত্র ফতোয়ার,,,,,
অন্য জ্ঞান কি সম্ভবপর???? সম্ভব যদি অহংকার ঝেড়ে ফেলেন।
এ কোরান দিয়ে আল্লাহ পুরো মানবজাতি কে চ্যালেঞ্জ দিয়েছে কিসের??? বিজ্ঞানের,,,
আল্লাহ কসম খেয়েছেন বিজ্ঞানের --- দেখুন - ইয়াসীন ওয়াল কোরআনিল হাকিম- মানে কি বিজ্ঞানময় কোরানের কসম। পরে আল্লাহ কি বললেন?? - তুমি অবশ্যই রাসুলদের অন্তর্ভুক্ত। (সুরা ইয়াসীন ১-৩)
আল্লাহ রাসুল (স) কে বিজ্ঞানের বহু বিষয় শিক্ষা দিয়েছেন যা আজকের বিজ্ঞানীরা অসীকার করতে পারেনা বরং বিস্মিত হয়ে অনেক বিজ্ঞানী কোরান রিচাচ করে অবশেষে মোসলেম হয়ে গেছে।
তার ফলে আপনি আজকের সভ্যতার চুড়ায় দাড়িয়ে আছেন সেটা কারা করেছিলো? কারা করেছিলো আজকের এই আধুনিক প্রযুক্তিগত সকল জ্ঞানের আবিষ্কার?
এবনে সীনা চিকিৎসক দের চিকিৎসক, এবনে খালদুন
দার্শনিক, আল বাত্তানি জোতিরবিদ, আল খারেজমী -বীজগনিতের জনক -
কিন্তু আজ ইহুদী-খ্রিস্টান সভ্যতার অর্থাৎ দাজ্জালীও সভ্যতার লোকেরা মোসলেম বিজ্ঞানীদের জ্ঞান লুফে নিয়ে সব অসীকার করে বসে আছে,
আর... মোসলেম রা কি করছে?
ইহুদী-খ্রিস্টান অর্থাৎ দাজ্জালের তেরি করা আলিয়া মাদ্রাসা, বিভিন্ন ইসলামিক ইন্সটিটিউট থেকে ইহুদী-খ্রিস্টান দের তেরি করা সিলেবাস থেকে তওহীদ বিহীন এসলাম শেখে অর্থাৎ ফতোয়াজী শিখে বের হয় সমাজের মানুষকে অন্ধ, গোমরাহী করতে।। অন্য কিছু শেখে না মানে বিজ্ঞান শেখেনা ফতোয়াজী ছাড়া। আজকের নামদারী মোসলেমদেরও তাই হয়েছে।
ইয়া আল্লাহ এদের সবাইকে আবার প্রকৃত উম্মতে-মোহাম্মদীর চরিত্রে ফিরিয়ে দাও।(আমিন)
সিকদার-----
No comments:
Post a Comment