কুরআন শরীফে ১১ই সেপ্টেম্বর ২০০১
তারিখে টুইন টাওয়ার ধ্বংসের ভবিষ্যত
বাণী।
(অনুরোধঃ- কিছুটা সময়
নিয়ে সত্যটা পড়ুন।) ২০০১ সালের ১১ই
সেপ্টেম্বরে টুইন
টাওয়ার ধ্বংসের বেশ কয়েক মাস
পরে একটা পত্রিকায় প্রকাশিত এই
সংবাদটা আমার চোখে পড়ে।
সেখানে বলা হয় কুয়েত
থেকে এফ.রহমান নামক একজন গবেষক
পবিত্র
কুরআন গবেষণা করে দেখেছে যে,
মহান আল্লাহ রাব্বুল আলামীন সেই ১৪০০
বছর আগেই কুরআন শরীফে এই
ভবিষ্যদ্বাণী করে যে, ২০০১ সালের ১১ই
সেপ্টেম্বর তারিখে টুইন টাওয়ার
হিসেবে পরিচিত সুউচ্চ ভবনটি ধ্বংস
হবে।
তার গবেষণায় সূরা আত-তাওবার
১০৯ নম্বর আয়াতটির কথা উল্লেখ
করা হয়েছে।আয়াতটিরঅর্থহলঃ-
"সুতরাং সেই ব্যক্তি উত্তম, যে তার
ইমারতের ভিত্তি স্থাপন করে আল্লহর
প্রতি বিশ্বাস ও সন্তুষ্টির উপর,
না কি সেই ব্যক্তি যে তার ইমারতের
ভিত্তি স্থাপন করে কোন গর্তের
কিনারায়,
যা ধ্বসে পড়ার
উপক্রম; অতঃপর
তা তাকে নিয়ে যাহা অগ্নিগহ্বরে প্রবেশ
করে? আর আল্লাহ জালিমদের পথ দেখান
না"। এই আয়াতটির
সাথে যে উক্ত ঘটনার চরিত্রগত
সামঞ্জস্য
রয়েছে তাই নয়, দেখা গেছে এই সূরাটির
প্রথম থেকে উক্ত আয়াত পর্যন্ত মোট
২০০১টি শব্দ রয়েছে যেটাকে ২০০১
সালের ইঙ্গিত হিসেবে ধরা যায়।
সূরাটি কুরআন শরীফের ৯ নম্বর
সূরা এবং এটি ১১ তম পারায় অবস্থিত।
অপর দিকে ঘটনাটি ঘটেছে ৯ নম্বর
মাসের
(সেপ্টেম্বর) ১১ তারিখে।
আয়াতটি ১০৯ নম্বর আয়াত এবং ভবন
দুটির একটি ছিল ১০৯ তলা। আশ্চর্য়জনক
নয়
কি! শুধু তাই নয়,
আয়াতটিতে আরবি "হার" উল্লেখিত
হয়েছে। মজার ব্যাপার হল
টুইন টাওয়ার যে রাস্তাটির
কিনারে অবস্থিত, সেই রাস্তাটির নাম
"জুরুফিন হার"।মিলগুলো আর যাই হোক
কাকতালীয় বলা যায় না। কাকতালেরও
একটি সীমা থাকে; এই মিল সেই সীমাও
অতিক্রম করে গেছে।এই প্রবন্ধ পড়ার পর
কারো কি সন্দেহ থাকে যে আল্লাহ
তাআলা অনেক আগে থেকেই
জানতেন? এই দিনে টুইন
টাওয়ারে হামলা হবে ইঙ্গিত
দিয়ে রেখেছেন!!!
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন
হেদায়াহ এবং তাকওয়া দীনুল এসলামের উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে বর্তমানে আমাদের আকিদা যেমন বিকৃত ও ভুল, তেমনি তাক্ওয়া ও হেদায়াহ সম্বন্ধেও আমাদের ধারণা ভুল। কোন দুষ্ট প্রকৃতির গোনাহগার লোককে যদি উপদেশ দিয়ে মদ খাওয়া ছাড়ানো যায়, চুরি-ডাকাতি ছাড়ানো যায়, তাকে মুসল্লী বানানো যায়, সওম রাখানো যায় তবে আমরা বলি- লোকটা হেদায়াত হোয়েছে। ভুল বলি। কারণ আসলে সে হেদায়াত হয় নি, মুত্তাকী হোয়েছে। তাক্ওয়া এবং হেদায়াহ দু’টি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
Friday, February 21, 2014
কুরআন শরীফে ১১ই সেপ্টেম্বর ২০০১ তারিখে টুইন টাওয়ার ধ্বংসের ভবিষ্যত বাণী।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment