DESHERPATRO

Friday, February 21, 2014

যে ভাষা আমার অন্তরে- মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান

যে ভাষা আমার অন্তরে-
মোহাম্মদ হাবিব বিন আব্দুস ছোবান
---------------------------
যে ভাষা আমার ভাইয়ের রক্তে রাংগানো
যে ভাষা আমার বুলি মায়ের সাঝানো।
যে ভাষায় প্রভুর গুন গাহি
যে ভাষায় প্রভুর তরে চাহি।

যে ভাষায় মনের অফুরন্ত ভাব প্রকাশ পায়
যে ভাষায় অন্তর থেকে মাঝি গান গায়
যে ভাষায় রাখাল ছেলে বাশের বাশি বাজায়
যে ভাষা অন্তরের ঝিলে দোলা দিয়ে যায়।

আমি গান গাহি সেই ভাষায়
মনে আমার সাহস যোগায়।
এ দেশ মাটি মানুষ আমার আত্মার গভীরে
প্রভুর হুকুমে চলবে সবাই সুখভরা নিবীড়ে।

দয়া করে যে ভাষা দিয়েছে প্রভু মোদের
এ ভাষায় রয়েছে অন্য জাতি অন্য ধর্মের
মোরা তো এক জাতি বাংগালী জাতি
একসাথে বাস করি মোরা নেইকো অজ্ঞাতি।

বলি মোরা বাংলা ভাষা
বন্ধি শৃঙ্খলে মোদের বাধলো কোন ঠাসা?
মোরা মুক্তমনা মোদের আছে সাধীনতা
মহান প্রভু মোদের বানাইনি পরাধীনতা।

সকল ধর্মের মোরা বিশ্বাসী স্রষ্টা মোদের এক
সকল জাতের মানুষ মোরা ভাষা মোদের এক।
ঐ দেখো ধর্মব্যবসায়ী তারা চাহে মোদের ভাগ করিতে
ফতোয়াবাজী করে তারা দিবেনা মহাজাতি গড়িতে।

এসলাম মানে কি বুঝেনা তারা
ধর্মব্যবসায়ী করে খায় যারা।
এসলাম মানে সকল জাতি থাকিবে
সকল রকমের মানুষ নাহি ভেদাভেদে।

সকলের সমান অধিকার দেয় এসলাম
তাই আজকে মোরা ব্যবসা করে বেচলাম?
ভাষার সাথে এসলামের গভীর ভালোবাসা।
প্রভুর গুনগান গাওয়ার জন্যই তো এ ভাষা।

No comments:

Post a Comment