যাহা আমি চাই-
সিকদার হাবিব, কবিতা
সত্যি কি তাই, আমি যাহা চাই?
আসলে সত্যিই তাই।
সত্য ই সবার উপরে
আল্লাহর দীন (আইন) ব্যক্তি হতে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কে সামনে রেখে যাই করা হবে তাই আমলে সালেহ (সতকর্ম)
উদ্দেশ্য যদি না থাকে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার
আপনার সবই যাবে বৃথার অনলে ছাড়খার।
কবরেও ধরা আপনি যদি না জানেন মান দিনুকা
আরোও ধরা যদি না বলেন মান রাসুলু ও রাব্বুকা।
বলতে পারিবেন না আইন মানিলে
বানানো মানুর কোরান বাদে ।
মোত্তাকি তুমি এতো ভালো
হেয়াদাহর অভাব দেখা দিলো।
তাইতো প্রভু বলে তাইলে মেলো
বাকারা দুই দেখো ঐ পথে চলো।
বের হও বায়াত নাও এমামের
হুকুম প্রভুর দেখো ভিতরে কোরানের।
সত্যদীন প্রতিষ্ঠায় হোও ঐক্যবদ্ধ
নেইকো ভয় কেয়ামতে নেইকো জব্দ?
এখনই সময় এগিয়ে এসো ভাই-বোন
আমরাই করিবো জয় মোরা বিজয় তরুন।
প্রভু সহায় মোদের তবে ভয় কিসে
তুমি সাহসী মোমেন যাও এগিয়ে দাও ধ্বসে।
কুফর তন্ত্র চাইনা
শান্তি কবু পাইনা।
শান্তি যদি পাই
তবে আল্লাহর তন্ত্র চাই।
তোমরা বলো যাই
প্রভুর সিস্টেম ছাড়া উপায় নাই।
চারদিকে কেন আজ হায় হায় উঠে জ্বলে!!
শুধু মহান প্রভুর সিস্টেম নাই বলে।
গড়িতে চাহি মোরা প্রভুর সিস্টেম এ ধরায়
দাজ্জালের তন্ত্র গোল্লায় যাবে এবার চড়ায়।
প্রভুর দয়া যখনি
দাজ্জাল ধবংস তখনি।
আর সময় নেই বেশি নেই দেরি
আসুন না বসে প্রভুর কাম করি।
সিকদার----
No comments:
Post a Comment