হেফাজতী ভাইদের সত্যের পথে আহব্বান
ফাসি চাই ফাসি ভালো কথা আমিও চাই
কিন্তু কোরান বেচে কেন খাই?
বেচে খাওয়া কোরানে নাই
বেচা ছাড়া কাম নাই?
এসলাম প্রতিষ্ঠায় দোর নাই
হেফাজত করে পলাতে চাই
এ কেমন হেফাজত ভাই?
রাষ্ট্রে পভুর বিধান থাকিলে নাস্তিক হবে গাই
আল্লাহর আইন রাষ্ট্রে করি প্রতিষ্ঠা নাস্তিক হবে ছাই।
জেহাদ না কোরে হাজার মিটিং মিশিলে লাভ নাই
নাস্তিক বাড়বে কমার কোন সম্ভাবনা নাহি ভাই।
আসুন বর্তমান সিস্টেমটাই পাল্টাই
মহান প্রভুর সিস্টেম দিয়ে দেশ চালাই।
হেযবুত তওহীদ আপনাদের ডাকে তাই
সত্য এসলাম গ্রহন করো তাগুত ছেড়ে ভাই।
ঐক্য ছাড়া উপায় নাই
আসুন একত্র হই সবাই ।
হেযবুত তওহীদ,
No comments:
Post a Comment