DESHERPATRO

Thursday, January 16, 2014

হেযবুত তওহীদ "আল্লাহর সত্য দল"থাকবেনা বসে।


হেযবুত তওহীদ "আল্লাহর সত্য দল"থাকবেনা বসে।
দীনুল-হক প্রতিষ্ঠায় শয়তান ঠকিয়ে বিজয় আনবে ছিনিয়ে।

বেশিদিন নেই সময় সামনে
যদি প্রভু চান জানিনা কেমনে।
ফাসাদ-সাফাকুদ্দিমা চলছে বর্তমানে
শয়তান ঠকিবেই আল্লাহর অংগীকারে।

দেশ দুনিয়া এবার শেষ হলো
আল্লাহ রহম করলো-
হেযবুত তওহীদ এগিয়ে এলো।

ভাই মোজাহেদ থেকোনা বসে
দাজ্জালের তন্ত্র দাও ধ্বসে।

সত্যদীন করো প্রতিষ্ঠা দুনিয়াময়
ইহ ও পরকালে শান্তি দেবে দয়াময়।

সিকদার।

No comments:

Post a Comment