DESHERPATRO

Thursday, January 16, 2014

আজিকে দেশ মাতার শত্রু কারা? কবিতা

আজিকে দেশ মাতার শত্রু কারা?
==♥======♥====♥=====♥===

সিকদার হাবিব---

ও সোনার ছেলেরা এতো সাধীনতা নয়
সোনার শেকলে বেধে তোমায় করছে ক্ষয়।
ছিলো তোমাদেরই জয়
সার্থ হাসিলে আজিকে তোমারী অবক্ষয়।

তোমার দেশের মাটি কানায় ভরে আছে সোনা
অন্যে খাবে তোমার রুজি তবু কোরবেনা মানা?
বসে থেকে সইবে কি তাদের হাংগামা
দেশ কে রক্ষা করো এ যে তোমার মা।

আর কত হাহাকারে মরিবে তুমি
অন্যায়ে,অশ্রুতে ভরা তোমার মাতৃভূমি।
নিজের লোক আজিকে মারে নিজ কে
সার্থ হাসিলে তোমায় দুরে ফেলে ফিকে।

এভাবে আর কত চলবে দেশ মাতার অপমান
তরুন তোমরা জেগে উঠ খতম করো বেঈমান।
তোমার সপ্ন কে করিবে ক্ষয়
না না এবার হবে বাংলার জয়।

রুখে দাড়াও ক্ষয় করো অত্যাচারীদের
মুক্তি আছে আড়ালে জয় হবেই মোদের।
প্রভু যদি থাকেন সহায় দাজ্জালের হুকুম মানিনা
সত্য শান্তি সুখ ফিরে আসুক এর বেশি জানিনা।

তরুন তুমি দেখিবে ধর্মের নামে উন্মাদনা
ধর্মের নামে কোরে ব্যবসা শান্তি চায়না।
এরা কারা আখিমেলো চারিধারে মিলিবে
মহা মশকিল তাদের যারা ধমব্যবসায় চলিবে।

দেশ প্রেম ছিলো বিশ্বনবীর
ধর্মের ব্যবসা কোরে এ কোন বীর?
হাজার কোন্দলে দাজ্জাল তন্ত্রে গড়েছো জীবন
ভেজালে মরলে তুমি জাহির করো শহীদি প্রবণ?

সিকদার---- হাবিব 

No comments:

Post a Comment