DESHERPATRO

Thursday, January 16, 2014

ধর্ম বেচা আর মরা সমান, ইহ ও পরপারে অপমান।কবিতা

ধর্ম বেচা আর মরা সমান
ইহ ও পরপারে অপমান।
===♥==♥==♥==
সিকদার হাবিব---

আমরা ব্যবসা করি ধর্মের না আমরাই ঠিক
যে যাই বলুক তবুও মোরা সত্য পথের পথিক।
প্রভু কোরেছে ধর্ম ব্যবসার মানা
বেশি নেই না জোগাই মোরা পেটের দানা।

প্রভু বলে নিলে তুচ্ছ বেচে আয়াত
সবই আগুন তোমার হারালে আখিরাত।
কোরান বেচে না খাওয়া প্রভু কোরলেন জোড়দার
মোরা দাড়ি-টুপি ওয়ালা দীনের জীম্মাদার।

দীন থাকিবে টিকে কিভাবে যদি পয়সা না নেই?
কোরানে নিষেধ তাতে কি মোরা হাদিয়া পাই।
মোরা গোজামিলে কোরেছি চৌদ্দশত বছর পার
রক্ষা নাই ধর্মবব্যবসার মুখুশ হবে ফাশ এবার।

ইহকালে জগন্য মোরা দীন বেচে খাই 
পরপারে প্রভুর ওয়াদায় মোদের পেটে আগুনের ঠাই।
আজিকে মোদের দীন বেচা ছাড়া উপায় নাই
প্রভু মোদের দেবে লেলিহান বলো কোথা যাই।

সত্যদীন কায়েমের তরে ডাকে তোমায় হেযবুত তওহীদ
কোথায় তুমি আকিদা কি ভাংগো তোমার নীদ।
প্রভুর দয়ায় মোদের এমাম বায়াজীদ সত্যের পথিক
প্রভু হারানো দীনের সন্ধান দিলেন করো তুমি জীদ।

সিকদার----- 

No comments:

Post a Comment