DESHERPATRO

Thursday, January 16, 2014

প্রভুর রশ্মি ধরো,কবিতা

প্রভুর রশ্মি ধরো
====♥==♥==♥==
সিকদার---- হাবিব

মোরা হেযবুত সত্যের আহবানে
গোমরাহী নয় সত্য পথপাণে।

সকল গোমরাহী দের আহবান করি
আসুন মোরা প্রভুর রশ্মি ধরি।

সত্য বলিলে চাচা নাউ থেকে নামো
আমি বোলেছি তাই মুশকিল কেন?

প্রভুর কথা মানিতে সমস্যা বেশি
গোমরাহী ছেড়ে ডাকি ধরিতে প্রভুর রশ্মি।

আর কত হইবে বিভক্ত দলে দলে
হেযবুত ডাকে প্রভুর রশ্মি ধরো অন্তদিলে।

কত মাযহাব ফেরকা গড়িবে তুমি
প্রভুর শপথ তোমায় দেখে নেবেন তিনি।

এতো দলের হুকুম পেলে তুমি কোথায়
শয়তানের দলে তুমি সন্দেহ নাই।

সিকদার---- 

Sent from Samsung Mobile

No comments:

Post a Comment