DESHERPATRO

Friday, January 10, 2014

কিসের বলে করছি লড়াই কবিতা


কিসের বলে কোরছি বড়াই
প্রভুরে নাহি ডরাই?
সিকদার----- হাবিব

সাত আসমান মাথার উপর
কোন নেশায় হইলে তুমি বিভোর?
হুকুমে প্রভুর গগন মাটি কাপে থরথর
তুমি ক্ষুদ্র, একফোঁটা হতে তুমি নিরুত্তর।

কিসের বড়াই কেন করছো বড়াই,
তবুও বলো মৃত্তিকা হলেও জীবিত দাড়াই?
প্রভু বলে শস্য দেই পরে হয় খড়কুটায়
এ কার সাধ্য  মুত কে জীবিত করায়?

তুমি যে তুমি তোমার বলতে কিছু নাই
তবুও কেন  অহংকার কেন এতো বড়াই?

নাস্তি হয়ে আজিকে পার পাইছো এ পারে
জগতময় করেছো অন্যায় কি দেবে প্রভুর তরে।
প্রভুকে বিশাস  নাহি করো যদি
মাকে মা বোলে চিনো প্রমান কি?

এই হতে প্রমাণ পাইয়াছো তুমি
প্রভুর নিদর্শন ভরা আসমান জমি।
প্রভু বোলেন তাকাও আকাশে
কোন খুত কি পাও তাতে?

বার বার তাকাও দেখিবে
দৃষ্টি ফিরে আসবে তোমারী দিকে।
দেখো তোমার প্রভুর কি রহমত
সারা নিখিলে বিছায়েছেন বরকত।

সিকদার----

No comments:

Post a Comment