বিনা পয়সায় মাথায় লিয়ে ঘুরি
====♥♥===♥♥====
ফকিন্নীর বিটায় বসে করি বাদশাহী
মহাসুখে রাজা মশাই দেশের গুন গাহি।
শান্তি দিয়ে কি হবে মাটি কেটেই পয়সা দেবো,
অন্তরে দাহি প্রতিশোধ নাহি লইবার যাবো।
চারিদিকে অন্যায়ের গুঞ্জন শুনিতে পাই
মোরা কুজো কুয়োর ব্যাঙ বাহিরে নাহি যাই।
মনে নাই শান্তি নাই নিরাপত্তা
মা বোন বাহিরে গেলে কাপে মোর আত্তা।
এ কোন যামানায় আসিলাম আমি
এতো অন্ধকারে রাক্ষসী প্রেমি।
তোমার অধিকার যায় যায় বেলা
বসে যত থাকিবে তুমি বুঝবে ঠেলা।
শেখ মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান
No comments:
Post a Comment