আজ আমরা কোথায় দাড়ি টুপির মধ্যে?
আমরা যে এসলাম হতে বেরিয়ে গেছি-
এইটাই এদের কে বুঝাবে?
১৪০০ বছর পার হোয়ে গেলো কোথাও দীন প্রতিষ্ঠা হইনি। দাড়ি টুপি হইলেই এসলাম প্রতিষ্ঠা করা সম্ভব আর না হলে সম্ভব নয়?
তাহলে ১৪০০ বছরে দাড়ি ওয়ালারা আর বাকি দুনিয়ায় খেলাফত কেন করলো না?
এই জন্য যে এরা রাসুলের অফাতের ৬০/৭০ পর থেকে বাদশাহী,রাজাগীরি, ফতোয়াবাজী, ফেরকা, ফুরকা দলাদলি, মারামারি, শিয়া সুন্নী যা আজও চলছে।
বতমানে এই দাড়ি কমাওয়ালা লোক দিয়ে আল্লাহ কি কোরবেন?
দাড়ি ছিলো রাসুল(স) ও আসহাবগনের তাবেইনদের
তারা সত্যদীন আল্লাহর আইন রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে ঘর হতে বেরিয়ে পড়েছিলো। আমরা দেখতে পাই ইতিহাসে তাই হয়েছিলো অর্ধেক দুনিয়ায় আল্লাহর সত্যদীন, খেলাফত। তার ফল আজও সেই দেশগুলিতে ভোগ করছে রাজার হালে আর আমেরিকার পা চাটা গোলাম হোয়ে গেছে।
আজ আমরা কোথায়? দাড়ি টুপির মধ্যে?
No comments:
Post a Comment