DESHERPATRO

Friday, January 10, 2014

বাহাস -কবিতা, সিকদার হাবিব

বাহাস!!----- সিকদার হাবিব।
===♥===♥==♥====

আমি ফতোয়ার জাহাজ
কথায় কথা করি বাহাস,
আমার নেই কোন কাজ
আয়াত বেচে খাই মোর নাহি লাজ।

আমি কাঠাল ভেংগে খাই বোকার মাথায়
তাই তারা বুঝে আমায় পীরের মত বানায়।
চারশ সালেও নাই যাহার উদয়
কোথা হতে এলো বাবাজী সদয়?

আমি বেচি মসজিদে ওয়াজ মাহফিলে
আমি বেচি পরকালে মুক্তির অন্তঝিলে।
বেচা কই কবু থামবে নাকো
থামবে, হেযবুত আসছে ঐ দেখো।

আমি শিয়া আমি সুন্নী
এ যে আদি  ধ্বনি,
এ বাহাস জন্মের পরই শোনি
বাহাস নেহি শোন হেযবুতের বানী।

আমি হানাফি আমি সাফি
আমি হাম্বলী আমি চার মাযহাবী,
এ আদি টানাটানি নেহি খুশি
এবার হেযবুত বলে ধরো প্রভুর রশ্মি।

আমি কাদেরিয়া, আমি মোজাদ্দেদীয়া
আমি নকশেবন্দীয়া আমি চার তরিকা,
এ যে দেখি আদি বিভীষিকা
এবার বদলাবে হেযবুতের দ্বারাই এক তরিকা।

যে বাহাস চলিছে হাজার বছর ধরে
সত্য এসে উকি দিলো বাহাস যাবে মরে।
যে সত্যদীন হারিয়ে গিয়েছিলো কালের গহ্বরে
সে সত্য প্রভু কোরলেন উদ্বাসন হেযবুতের তরে।

হে মানবজাতি বাহাস না কোরে
হেজরত কোরে এসো হেযবুতের তরে,
কাল প্ররিক্রমায় সত্য চাপা ছিলো
অন্ধকার ভেদ কোরে নুর দেখা দিলো।

কত মানুষ এলো গেলো তারা বাহাসি পেলো
বাহাস নেহি সত্য নিয়ে যামানার এমাম এলো।
হাজার বছরে হয়নি সত্য হোয়েছে বাজীমাত
অহংকার ছোড়ে নাও যামানার এমামের বায়াত।

বাহাস করিয়া দেখিয়াছো তুমি কি মিলিলো
খন্ড করেছো দীন পণ্ডিতের খোয়ারে কে কি দিলো?
সত্যের ডাক এসে গেছে যারা না নিলো,
অন্ধকারের অতল গভীরে রইলো।

সিকদার---- হাবিব।





No comments:

Post a Comment