DESHERPATRO

Saturday, January 11, 2014

হেযবুত তওহীদ সত্যের উপর অটল থাকবে এনশা’আল্লাহ

হেযবুত তওহীদ সত্যের উপর অটল থাকবে এনশা’আল্লাহ

রবিবার, অক্টোবর 20, 2013 (দেশেরপত্র)
মসীহ উর রহমান, আমীর হেযবুত তওহীদ

স্টাফ রিপোর্টার: হেযবুত তওহীদ কোন মনগড়া মতবাদের উপর ভিত্তি কোরে কাজ কোরছে না। আল্লাহ ১৪০০ বছর আগে তাঁর শেষ রসুলকে যে মহাসত্য দান কোরেছেন সেই মহাসত্যের উপর দাঁড়িয়ে আছে। সেই সত্যটি মানবজাতির সামনে তুলে ধোরেছেন এ যামানার এমাম জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী। হেযবুত তওহীদ প্রকৃতপক্ষে আল্লাহর মনোনীত আন্দোলন, এর পরিচালনাও কোরছেন প্রকৃত পক্ষে মহান আল্লাহ। তাই হেযবুত তওহীদ কোনদিনই সত্যবিচ্যুত হবে না এনশা’আল্লাহ। হেযবুত তওহীদের অতীতের দিকে লক্ষ্য কোরলে দেখতে পাবেন, গত ১৮ বছর ধোরেই আমরা সত্যের উপর অবিচল আছি। সত্য হোচ্ছে ন্যায়, আর মিথ্যা হোচ্ছে অন্যায়। গত দেড় যুগে যামানার এমামের একজন অনুসারীও কোন অপরাধমূলক কাজ, কোন অন্যায় বা আইনভঙ্গ করে নি। আল্লাহর রসুল মক্কাবাসীর সামনে যখন তাঁর প্রতি নাজেলকৃত সত্যগুলি তুলে ধোরলেন, সামাজিকভাবে প্রতিষ্ঠিত শ্রেণী এবং পুরোহিত শ্রেণী তাঁর সেই কথাগুলিকে ভালভাবে নেয় নি। তারা নবীর বিরুদ্ধে চালিয়েছে জঘন্য মিথ্যাচার, তাঁকে ও তাঁর অনুসারীদের উপরে চালিয়েছে কঠিন নির্যাতন। কারণ সত্য চিরকালই কায়েমী স্বার্থে আঘাত করে।

১৯৯৫ সনে যখন এমামুয্যামান সত্য এসলামটি বই লিখে সর্বসম্মখে প্রকাশ কোরলেন, বিকৃত এসলামের ধ্বজাধারী মোল্লা পুরোহিত ধর্মজীবি আলেম শ্রেণি তাঁর বিরুদ্ধে অপপ্রচার এবং ফতোয়াবাজি আরম্ভ করে। তাদের অপপ্রচারের কারণে এমামুয্যামানকে ১৯৯৮ সনে গ্রেফতার করা হয়। পরে ২০০৩ সনে তাঁকে আবারও গ্রেফতার ও নির্যাতন করা হয়। সুতরাং এ আন্দোলনের প্রতিষ্ঠাতা থেকে শুরু কোরে এর সদস্যদের এমন কেউ নেই যাকে কোন না কোন নির্যাতন নিপীড়নের সম্মুখীন হোতে হয় নি। এই নির্যাতন এমন পর্যায়ে গিয়েছে যে, বহু এলাকায় হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হোয়েছে। লুটপাট কোরে বাসভূমি থেকে উচ্ছেদ কোরে দেওয়ার ঘটনা যে কত ঘোটেছে তার কোন হিসাব নেই। বহু সদস্য সদস্যাকে নির্মমভাবে মারা হোয়েছে, আহত করা হোয়েছে, এমন কি দু’জনকে হত্যা পর্যন্ত কোরে ফেলা হোয়েছে। কেবল সন্দেহের বশবর্তী হোয়ে, মিথ্যাবাদী ষড়যন্ত্রকারীদের দ্বারা প্রভাবিত হোয়ে এবং সন্দেহের বশবর্তী হোয়ে হেযবুত তওহীদের সদস্যদেরকে ৪৩০ বারের মত গ্রেফতার করা হোয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন নিপীড়ন করা হোয়েছে কিন্তু আজ পর্যন্ত একটি মাত্র আইনভঙ্গেরও প্রমাণ মেলে নি। অর্থাৎ হেযবুত তওহীদের সত্যনিষ্ঠা আদালতে প্রমাণিত। দীর্ঘ ১৮ বছরে একটিও অপরাধ না করার মত দাবি কোন অরাজনৈতিক-রাজনৈতিক দল তো দূরের কথা, কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কোরতে পারবে না। কোন নির্যাতন নিপীড়নই আল্লাহর দয়ায় হেযবুত তওহীদকে সত্যপ্রকাশে একদিনের জন্যও বিরত কোরতে পারে নি, এবং পারবেও না কোনদিন এনশা’আল্লাহ। হেযবুত তওহীদের মোজাহেদ মোজাহেদারা তাদের জীবন ও সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানী কোরে দাজ্জালের প্রবর্তিত জীবনব্যবস্থা বিলুপ্ত কোরে সকল প্রকার অন্যায় অবিচার ও সন্ত্রাসের হাত থেকে মানবজাতিকে উদ্ধারের শপথ নিয়ে সংগ্রামে অবতীর্ণ হোয়েছে। “আল্লাহ ছাড়া কোন হুকুমদাতা নেই”- এই সত্যবাক্যকে ধারণ করার জন্য আমরা আমাদের পার্থিব সবকিছু আল্লাহর পায়ে সমর্পণ কোরেছি। আল্লাহ দয়া কোরে আমাদেরকে যামানার এমামের মাধ্যমে সঠিক পথ দেখালেন, আমরা বুঝতে পারলাম মানবজীবনের প্রকৃত উদ্দেশ্য কি, প্রকৃত সফলতা কি? তাই অন্য কারও সঙ্গে যারা হেযবুত তওহীদকে মেলাবেন তাদের বিরাট ভুল হবে। যদিও অন্ধের কাছে সাদা আর কালোতে কোনো তফাত থাকে না, তবু অন্ধ ও চক্ষুষ্মান কি সমান?-

See more at: http://desherpatro.com/2013/10/20/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%af%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a4-%e0%a6%a4%e0%a6%93%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%85/#sthash.lR26GXsI.dpuf

No comments:

Post a Comment