আজ সিকদার হাবিব জন্মদিন
======**===***-$ikd@R__*
আমার জন্মদিনে শুভেচ্ছা সবাইকে
আমন্ত্রণ রইলো আমার বাড়িতে।
আজিকে মোরা করিবো আনন্দ নতুন সুরে
আমি ধন্য ওগো ধন্য প্রভু বানিছে মোরে মুসলি কোরে
হাজার শোকর রইলো প্রভুর দরবারে
হাজার সালাম রইলো(দ:)এর তরে।
নবী (দ:) যিনি সত্যের নিশান গেড়েছিল দুনিয়াতে
তাইতো মোরা আলো দেখিলাম প্রভুর দয়াতে।
জন্ম আমার সোনার বাংলায়
আমি আরোও ধন্য এ বেলায়।
সত্য এসলাম আবার হবে উথিত
হিন্দের পুবে মোর দেশ রসুল কথিত।
আমার কিসে যাবে বৃথা আমি তো ধন্য
সত্য এসলাম গড়িবো আবার প্রভুর জন্য।
প্রভুর সত্য বিধান গড়িতে জীবন করিবো দান
সত্যের নিশান উড়াবোই ক্ষয় করিবো তাজা প্রাণ।
জন্মিলে মরিতে হইবে এ যেমন সত্য
সত্যের লাগি জীবন দেবো এ তেমনি সত্য।
জন্ম সার্থক হবে মোর তখনি
তওহীদে জীবন ক্ষয় যখনি।
সিকদার, ভাবান্তর আবেগ। (আত্তিক প্রবনতা থেকে)
No comments:
Post a Comment