কোন নিশান সত্য?
সিকদার----
কলেমা লা এলাহা এল্লাল্লাহর নিশান উড়িবেই
সেটা হবে এনশা'আল্লাহ হেযবুত দিয়ে অচিরেই।
দাজ্জাল দেশ দেশ শিরকী ভাগ করেছে
তাই নিয়ে মওলবী সবুজ লালে দাঁড়িয়েছে।
শিরকের নিশান তওহীদের নিশান এক কিভাবে?
বেদাত এবার ধবংস এনশা'আল্লাহ হবেই হবে।
কুফুরতন্ত্রের বলিতে বাংলার দামাল ছেলেরা শেষ
সত্য উকি দিলে প্রভুর দয়া থাকলে মিথ্যে হবে নিঃশেষ।
অহে আমার সোনার বাংলা মায়ের সন্তান সত্য এলো
দীন কায়েমে ডাকে হেযবুত যারা নিলো তারা ধন্য হলো।
No comments:
Post a Comment