সেই সে হারানো সালাহ
সিকদার হাবিব
===♥==♥==♥===
যে সালাহ গড়েছিলো এক মহাজাতি
ভুল সালাহ আজিকে এরা যে অজ্ঞাতি।
প্রভুর কথা ঢিলেঢালা কোরে সালাহ
পড়েছো গলে তুমি মোনাফেকের মালা।
কথা ছিলো দীনুল-হক কায়েম করিতে
স্টীলের তরবারি না হোয়ে কোথা যাও মরিতে?
সালাহ ছিলো কংকাল শক্তিধর
সেই সে জাতি তুমি কিনা আজিকে নিথর?
সালাহয় গড়েছিলো মহান চরিত্রবান তাদের
আজিকে চরিত্রহীন অবস্থা মোদের।
কি সালাহ করিলাম কায়েম জীবনে
ভালো মোরা দাবিদার এ ভুবনে।
আত্তিকগুণে ছিলো তারা বলিয়ান
সত্যদীন কায়েমে ছিলো যে মহিয়ান।
আজিকে কুফরে ডুবে আছি মোরা
সত্যদীন না কায়েম হোলে প্রভুর তরে ধরা।
সালাহয় করিওনা হেলা অহে মোমেন ভাই
সত্যদীন কায়েমে আর যে সময় নাই।
তুমি করো সঠিক সালাহ এ যে প্রভু চায়
অহে মোমেন দীন কায়েমে প্রভু চায় যে তোমায়।
তুমি কি কাটাইবে সময় অবহেলায়,
সত্যদীন হারিয়েছিলো তা পেয়েছো প্রভুর দয়ায়।
এবার সময় মোজাহেদ তোমার বের হবার,
প্রভু তোমায় করিবে পার এপার ওপার।
বিপদে পড়িলে ডাকো প্রভুরে
সালাহয় সেজদাহয় কাঁদোরে।
দু:খ ক্লেশে বেদনায় চাও তারই দরবারে
যে সালাহয় গ্রথিত আধ্যাত্মিক জিঞ্জিরে।
প্রভুরে বলো এ সালাহ গাথো মোর পিঞ্জরে।
আত্তিকগুণে যেন প্রভু দেয় ভরে মোর ভিতরে।
জেহাদে বিজয় হবে কিসে সালাহ না হোলে
পাঁচবার কায়েম কোরো সালাহ আত্তিক বলে।
উদ্দেশ্য তোমার সত্যদীন কায়েম
যে দায়িত্ব তোমার অহে মোসলেম।
আবার জাগো তুমি প্রকৃত সালাহ করো কায়েম
সত্যদীন কায়েমে ডাকছে এ যামানার এমাম।
No comments:
Post a Comment