প্রবাসী জীবনে মাগো মনে পড়ে তোমায়।
কত দিন দেখিনা মায়ের মুখ
চোখের জলে ভেসে যায় বুক
মাগো তুমি কেমন আছো বাড়িতে
প্রবাসে মনে পড়ে মাগো মন যে চায় দেখিতে।
অশ্রু আমার টলমল করে তোমায় মনে পড়ে
কেদে কেদে চার বছর করিলাম পার তোমায় না দেখে।
করিয়ো দোয়া মাগো আসিবো সামনে
আল্লাহ যদি রাখে তোমায় চাই যে দেখিতে।
যত্ন নিও মাগো তুমি খেয়ো সময়মত
প্রভুর কাছে দোয়া আমার দেয় যেন আয়ু বছর শত।
সিকদার---- হাবিব
No comments:
Post a Comment