DESHERPATRO

Wednesday, January 15, 2014

নাস্তিক?যুক্তি

নাস্তিক?যুক্তি
আপনি যে আল্লাহ বিশাস করেন না এটা আপনার ব্যপার। তবুও আল্লাহ
আপনাকে চালাবেন। আপনি যে মিত্তু বিশাস কোরেন না। তবুও
আপনি মরবেন। আমি মানুষ, আমি আপনাকে বকা দিবনা। কারন আগেই
বোলেছি যিনি আমাকে বানাইছেন তিনি আমাকে বধির বানাইনি।
আমাকে ততটা খারাপও বানাইনি। যেহেতু আপনি স্রষ্টা বিশাস করেন
না, সেহেতু আপনাকে একটি কথা মনে করিয়ে দিতে চাই।যদি আপনি এক
যায়গায় ধোয়া দেখলেন, তারপর আপনি চিন্তা করেন
যে ধোয়া টা আসলো কই হতে? তাহলে আপনাকে বোঝতে হবে যে আগুন
ছাড়া ধোয়া টা আসা র সম্ভাবনা খুব কম ,তাইলে নিঃসন্দেহ
যে এখানে ধোয়ার স্রষ্ট্রা আগুন। তারপর আপনার দুনিয়ায় আপনি আছেন,
তাহলে দুনিয়াই বা কেমনে আসলো তাইনা? এতো বড় আকাশই
বা কোথা হতে এলো, আবার আপনি নিমল বাতাস পাচ্ছেন এই বাতাস ই
বা কোথা হতে এলো তাই না? আর ও আছে,
তাহলে আপনি তো স্রষ্ট্রা বিশাসী না, আরও গ্রহ নক্ষত্র
রয়েছে যা আপনাদের বিজ্ঞানী আবিষ্কার কোরতে পারেনি,
এগুলো কোথায় আছে জানেন যিনি বানাইছেন তিনিই তো জানেন
তাইনা?আমি বোলছি না আপনি কোরান পড়েন,যদি পড়েন
তাহলে পাবেন,সেই রহস্যময় বিবরন, তাই এটা কোন মানুষ
লিখতে পারে না। যেমন দুনিয়া সমতল না গোল? কেউ অজ্ঞতার
বশে বোলবে সমতল ,কেউ বোলবে না গোল,আসলে দুনিয়া গোল নয় এ
কথা আল্লাহ 1400 বছর আগে কোরানে বোলে দিয়েছেন দুনিয়া সম্পন্ন
গোল নয় দুনিয়া আংশিক লেবু /ডিমের মত,(বধোলাকিতির) ,এই টা 30
বছর আগে বিজ্ঞান এটা শোধরিয়ে নিয়েছে। তাহলে এসমস্ত, সঠিক তথ্যই
বা কোথা হতে এলো? আবার আপনারা যে ফেরাউনের লাশ দেখতেছেন
ওইটা কতদিন পানির নিচে ছিলো, স্রষ্ট্রা যে আছেন তিনি আল্লাহ তার
প্রমান 3/4 হাজার বছর আগের ফেরাউনের কথা বোলে দিলেন।
যা আপনারা দেখতেছেন। তাই আল্লাহ বোলেন কিছু লোক আছে আমার
অস্তিত্ব দেখেও অসীকার কোরবে,এই সাপেক্ষে আল্লাহ বোলেন মানুষ
অকিজ্ঞ। তাহলে ফেরাউনের লাশই বা এতো দিন কিভাবে রইলো?
স্রষ্ট্রা আল্লাহ যদী নাই থাকেন, আপনি কেন মরবেন? স্রষ্ট্রা যদি নাই
থাকেন তাহলে আপনি কেন 1000 বছর আগে জন্মেন নি?
এগুলো কে maintain করে বোলতে পারে ন ,নাস্তিক মানুষ কেন হয়?
আপনি যে নাস্তিক তাতে আমার এবং আমার স্রষ্ট্রা আল্লাহরও কিছু
যায় আসেনা,আপনার সহবাস করার উপকরণ কে দিলো?
তাহলে আপনি ওটা কেটে পারলে জোরা লাগান তো দেখি,
আপনি যে সহবাস কোরেন ওই আনন্দটা কোথা হতে আসে?
এইটা একটা হিজরাকে জিজ্ঞেস করেন বুঝতে পারবেন, কারন
আপনি হিজরা না হয়েও নাস্তিক। যে বাবা মা আপনাকে জন্ম
দিলো তখনই বা আপনি কই ছিলেন? আপনি কেমন করে বিশাস কোরেন
যে ওটা মা ওটা বাবা। কারন আপনি দেখেন নি আপনার
মা বাবা বোলছে আমি তোর বাপ আমি তোর মা আপনি বিশাস
কোরছেন। কেন?
আর স্রষ্ট্রা আল্লাহ আপনাকে যে বিরজো হইতে বানাইছে ওইটাও
আল্লাহ্ বানাইছে; আপনি তো পানি ছিলেন অতপর তিনি আল্লাহ মানব
দেহে বাহির কোরে এনেছেন। আপনি স্রষ্ট্রা আল্লাহর সব কিছু পেয়েও
অকিজ্ঞ? এটা আপনার দুভাগ্য। স্রষ্ট্রা কে বিশাস করা আপনার ব্যাপার।
আমি শুধু স্রষ্ট্রা মহান আল্লাহর নিদশন গুলো জানিয়ে দিলাম।
হেদায়াত আল্লাহর হাতে, ওটা মানুষ পারেনা। স্রষ্ট্রা আল্লাহ্
কে আপনি কেন সারা দুনিয়ার মানুষ অবিশ্বাস কোরলে কোন
সমস্যা নাই। ওটা হলো আপনি সৃষ্ট আপনার সমস্যা। আপনি মানুষ হলেন
কেন? গরু, ছাগল হলেন না কেন? চিন্তা করুন। আল্লাহ্ বহুত নাস্তিক ওইসুধ
বানাইয়া রেখেছেন চাইলে দিতে পারবো। আপনি যদি নাস্তিক ই না হন
তাইলে ভাল মন্দের পাথক্য থাকলো না। আপনাকে আপনার
স্রষ্ট্রা আল্লাহ পরিক্ষা করতেছেন, দেখুন কোন পযন্ত টিকেন ,পারবেন
না, কার ন স্রষ্ট্রা আল্লাহ নিজেই বোলে দিয়েছেন যে শয়তানের
শক্তি অত্যন্ত দুবল!.... Sikdar ..
Congratulations to-
[আমার আত্তার মানুষ মহামান্য এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী।  ]( অনার প্রতি আমার হাজার সালাম ও দোয়া রইলো।  কারন উনি আমার শিক্ষক।)

No comments:

Post a Comment