( কোর-আন এর আয়াত বিক্রি করে কারা খায়?)
কোর-আন বিক্রি কইরা খায় কেরা?
http://hthabibsikdar.blogspot.com
এটা শুধু মোল্লাদের না, ,, চুলচেরা বিশ্লেষণকারী যত গুলা আছেন সবই এক নায়ের মাঝি। যাহোক যারা কোর-আন জানে তারাই তো বেচতে পারে?না যারা কোর-আন সম্বন্ধে কিছুই জানেনা তারা বেচে? ,,, এরা নামায পড়ায় মাগনা? তারাবীহ পড়ায় মাগনা? এরা ওয়াজ মাহফিল করায় মাগনা?এরা বায়না কইরা তারপর যায়। ওখানে যেয়ে কি,,,,আলু পটল, মলম বিক্রি করে ? না আল্লাহ রাসুল এর কথা, ,,কোর-আন এরকথা বলে? ,তাইলে কি বেচলো? কেরা বেচলো? আজকের এই তথাকথিত আলেম মোল্লারা সরাসরি আল্লাহর হুকুম পত্যাখানকরে নিজেরা মনগড়া ফতওয়া দিয়া জনগণ সহ, ,,বোকা বানাইয়া জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে সাথে অসহায় মুর্খ মোসলেম জাতিকেও নিয়া যাচ্ছে,এরা বুঝতেও পারতেছেনা এইজন্য যে, এরা খাটি গোমরাহীর মধ্যে পরে আকিদা ভুলে কাফের, মোশরেক এ পরিনত হয়ে গেছে। পড়ুন - মায়েদা ৪৪;৪৫;৪৭)...আর মোল্লা চিনার জন্য -সুরা বাকারা 174):
No comments:
Post a Comment