DESHERPATRO

Thursday, January 16, 2014

পীরদের সাথে আল্লাহর সাদৃশ্য দেখুন গোজামিল।

পীরের সাথে আল্লাহর অনেক কিছুর মিল?

"কোথায় শেখ সাদী
আর কোথায় বকরীর লাদী
পীর মুরিদী
খাটি শেরকী"
       ----সিকদার হাবিব----

মুমিনের পরিচয় পবিত্র কোরআন মজিদে আল্লাহ
রাব্বুল ইজ্জত সুস্পষ্ট ঘোষণা করেন,
'তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর
রাসুল (সা.) এবং মুমিনরা।
যারা নামাজ কায়েম করে, জাকাত
দেয় এবং বিনম্র। (সুরা মায়েদা ৫:৫৫:৬)
অন্য আয়াতে আল্লাহ পাক
ঘোষণা করেন, 'তোমরা কাজ
করে যাও,
মহান আল্লাহ তাঁর রাসুল (সা.)
এবং মুমিনরা তোমাদের আমল প্রত্যক্ষ করেন।' সুরা মায়েদার ৫৬
আয়াতে আরো ঘোষণা করা হয়েছে,
যারা নবী ও মুমিনদের
ভালোবাসে তারা আল্লাহর দল
এবং বিজয়ী (৫:৫৬)। সুরা আহযাব
(৩৩;৫৬;২২) 'হে মুমিনরা, তোমরা নবীর জন্য প্রচুর দরুদ পড়ার
মাধ্যমে আল্লাহর অনুগ্রহ
প্রার্থনা করো এবং উত্তমরূপে সালাম
জানাও।
বুখারি শরিফের
বর্ণনানুযায়ী অর্থাৎ মুমিন হলো সেই ব্যক্তি, যার
নামাজে মেরাজ সিদ্ধ হয়। হজরত
আনাস (রা.) বর্ণনা করেছেন,
'তাদের
মধ্যে কোনো ব্যক্তি মুমিন
হতে পারবে না, যে পর্যন্ত না সে তার ধন ও পরিবার-পরিজন
হতে নবীকে বেশি ভালোবাসেন' (নেসায়ী শরিফ)

ওপরের আলোচনা থেকে সুস্পষ্ট
বোঝা যায়, আল্লাহ, রাসুল (সা.) ও
মুমিন শব্দটা কোরআন ও হাদিসের বহু
জায়গায় এসেছে। এখন মুমিন কারা,
তা আমাদের জানতে হবে।
'মুমিনরা আল্লাহ ও রাসুলের দয়ায়
সাধারণ মানুষের
আমলনামা প্রত্যক্ষ করেন; (অন্তর চক্ষু দিয়ে)। রাসুল
পাক (সা.) বলেন, 'মুমিন হলো ওই
ব্যক্তি, যার নামাজে মেরাজ সিদ্ধ
হয়।' তাই সুরা তওবায় (৯:১২৩:১১)
আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ
মুত্তাকিন বা মুমিনদের মাঝে আছেন।
অন্য আয়াতে ঘোষণা করা হয়েছে,
যার
কলবে আল্লাহর জিকির নেই, তার
কথা অনুসরণ করো না (সুরা কাহাফ
১৮:২৮)। হাদিসে কুদসিতে ইরশাদ হয়েছে,
আল্লাহ পাক বলেন, 'আমার
বান্দা নফল ইবাদত
করতে করতে আমার এমন
সানি্নধ্যে এসে যায়, ওই বান্দার
মুখ আমার মুখ হয়ে যায়, যে মুখ
দিয়ে সে কথা বলে।'
ওই বান্দার হাত আমার হাত
হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে;
ওই
বান্দার কদম আমার কদম হয়ে যায়, যে পা দিয়ে সে চলে, এমনকি ওই
বান্দার পঞ্চইন্দ্রিয় আল্লাহর
সঙ্গে ফানাফিল্লাহ হয়ে যায়।
যারা কোরআন ও হাদিস ছাড়া অন্য
কিছু মানতে রাজি নয় তাদের
বলতে চাই. আল্লাহ পাক তো কোরআন শরিফের সুরা মুনফিকুনে আয়াত
(৬৩:৮)
ঘোষণা করেছেন, আদব বা সম্মান
আল্লাহর জন্য। সম্মান রাসুলের
(সা.)
-এর জন্য, সম্মান মুমিনের জন্য, কিন্তু মুনাফিকরা তা বোঝে না।
কোরআনের ভাষায় যারা মুমিন
বিশ্বাস করে না, তাদের মুনাফিক
বলা হয়। অপর আয়াতে আল্লাহ পাক
এভাবে ঘোষণা করেন,
'আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি সাধারণ পথ
(শরিয়ত) ও একটি বিশেষ পথ
(তরিকত) সৃষ্টি করেছি।' তাই প্রশ্ন
এসে যায় আপনি শরিয়তের
আলোকে যুক্তি দেখাচ্ছেন, তরিকত
তাহলে কী অর্জন করতে পেরেছেন। তাই আল্লাহ কোরআন মজিদের
আয়াতে শিখিয়েছেন, "হে রব!
আমাদের কাছে আপনার হতে 'অলি'
দিন আর দিন সাহায্যকারী" এ
অলি হচ্ছে মুমিন ব্যক্তিরা।

No comments:

Post a Comment