DESHERPATRO

Tuesday, January 14, 2014

মায়ের পায়ের নিচে জান্নাত?

মায়ের পায়ের নিচে জান্নাত?

বাবা-মার অনুগত হওয়া সর্ব অবস্থায় তাদের আদেশ-নিষেধ শোনা, তাদের অতি সম্মান করা ইত্যাদি। এ নির্দেশ শুধু হাদীসেই নেই কোরানে স্বয়ং আল্লাহ(Allah) দিয়েছেন এবং হাদীসে মহানবী (দঃ) বহু বার বোলেছেন। অবাধ্য সন্তানের এবাদত আল্লাহ(Allah) গ্রহণ করেন না। "মায়ের পায়ের নীচে সন্তানের জান্নাত"(হাদীস- মুয়াওয়াইয়াহ বিন জহেমাহ (রাঃ) থেকে- আহমদ, নিসায়ী বাইহাকী, মেশকাত) এরকম অনেক হাদীস পেশ করা যায়। এখন প্রশ্ন হলো যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, সেই মা মুসলিম(Muslim) সন্তানকে ইসলামের(Islam) আকীদার বিপরীত কোন আদেশ কোরলে তাও পালন করা জায়েজ কি-না? নিঃসংশয়ে বলা যায় অবশ্যই নয়। অর্থাৎ আল্লাহ(Allah) ও রসুল বিশ্বাসী মো'মেন মা-বাপের আদেশ পালন কোরবে, সেটা তার "ঈমানের অঙ্গ"। কিন্তু সে আদেশ সীমিত! যখন তা দ্বীনের নীতির বিরুদ্ধে হবে তখন আর সেটার কোন মূল্য নেই (কোরান-সূরা আল-আনকাবুত-৮, সূরা আল লোকমান- ১৪, ১৫) মুসলিম(Muslim) যেমন অন্য মানুষের চেয়ে তার পরিবার পরিজনকে ভালবাসে-তেমনি তার জন্মস্থান ইত্যাদিকে ভালবাসবে এটাই স্বাভাবিক।

ইসলাম(Islam) প্রচারের প্রথম দিকে যারা শেষনবীর (দঃ) নবুয়তের ওপর ঈমান এনে মুসলিম(Muslim) হোয়েছিলেন তাদের বাপ-মা আপ্রাণ চেষ্টা কোরেছেন তাদের আবার অবিশ্বাসে ফিরিয়ে নিতে। আল্লাহ(Allah) ও রসুল (দঃ) বাপ-মার আদেশ শোনার ও তামিল করার যে বারবার আদেশ দিয়েছেন তা যুক্তি হিসাবে ব্যবহার কোরে তারা কি আবার মোশরেক ও কাফের হোয়ে গিয়েছিলেন? যান নি। কারণ তাদের আকীদা সঠিক ছিলো। কোনটা বেশী গুরুত্বপূর্ণ কোনটা নয় সে জ্ঞান (Priority of values) তাদের স্বয়ং বিশ্বনবীর (দঃ) কাছ থেকে শেখা। তাই তারা তাদের নেতার সাথে চিরদিনের জন্য জন্মভূমিও ইসলামের(Islam) জন্য ত্যাগ কোরেছিলেন। "দেশপ্রেম ঈমানের অঙ্গ" এই হাদীসটিকে অসৎ উদ্দেশ্যে মুসলিমের আকীদাকে বিকৃত, সংহতি ও ঐক্যকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। তাই যে সমস্ত অন্যায় (যুলুম) ধ্বংস করার জন্য বিশ্বনবী (দঃ) প্রেরিত হোয়েছেন তার একটার ওপর ঈমান আনার জন্য ঐ একমাত্র হাদীসটির এত বহুল প্রচার ।

- See more at: http://www.tawheedprocation.org/index.php?option=com_content&view=article&id=67&Itemid=54#sthash.2pDbFjUz.dpuf

No comments:

Post a Comment