DESHERPATRO

Tuesday, January 14, 2014

সর্বাধিক গুরুত্বপূর্ণ এবাদত সালাহ না'কি জেহাদ?

সর্বাধিক গুরুত্বপূর্ণ এবাদত সালাহ না'কি জেহাদ?
-------------------------------------------
সর্বাধিক গুরুত্বপূর্ণ এবাদত হলো জেহাদ, সালাত হলো জেহদের প্রশিক্ষন। ।আর্মির প্রশিক্ষন করলেন কিন্তু যুদ্ধ বাধলে আপনি সেনিক যুদ্ধে যাবেন না,আপনার  অই প্রশিক্ষন ই(সালাহ) বৃথা।

সালাহর উদ্দেশ্য কি?

আর জেহাদের উদ্দেশ্য কি?
কোনটার গুরুত্ত বেশি?

আর্মির চাকরি করবেন আর বলবেন না না আমি প্রশিক্ষন (সালাহ) করবো লেকিন যুদ্ধে যাবোনা।। এ কি হাস্যকর নয়? আর্মি এর চাকরি হতেই আপনি আউট।

আর আল্লাহ জিজ্ঞেস করবে ও অমুক তুমি সালাহ কায়েম করেছো কি উদ্দেশ্যে? ।।।
তখন বান্দা বলবে "আপনাকে রাজী খুশি করার জন্য।
তখন আল্লাহ বলবেন তুমি ভালো করেছো, খুবই ভালো করেছো।
তখন আল্লাহ আবার বলবেন "তোমার ব্যক্তি থেকে রাষ্ট্র পযন্ত আমার হুকুম বাদে অন্য হুকুম মেনেছো?

বান্ধা বলবে হ্যা মেনেছি ইহুদী-খ্রিস্টান (দাজ্জালের )আইন কানুন মেনেছি।

আল্লাহ বলবেন:- তাহলে আমাকে কই রাজী খুশি করেছো?

আমি তোমায় সালাহ দিয়েছিলাম এই জন্য যে, সারাদুনিয়ায় ভুল আইন (জীবন ব্যবস্থা ভেংগে দিয়ে আমার আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করিতে,যে জন্য আমি আমার রাসুল পাঠিয়েছিলাম (তুমি কি কোরান পড়নি? তাওবা 33;ফাতাহ 28; সফ 9)

আমাকে বিশাস করে ব্যক্তি জীবনে সালাহ কায়েম করেছো কিন্তু আমার আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা করো নাই।
যে আইন প্রতিষ্ঠা হলে শান্তি আসতো। তুমি তো মহা ভুল করছো। আমি যে উদ্দেশ্য সালাহ দিয়েছি।  সালাহ কায়েম করেছো কিন্তু আল্লাহর আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা করোনি।
তোমার সারাজীবনের সালাহই বৃথা।
আর তুমি কি তোমার রাসুল কে মান্য করনি?

রাসুল (দ) বলেছেন উপমা দিয়ে-

এসলাম একটি  ঘর, তওহীদ হইলো ভিত্তি, সালাহ হইলো  খুটি,জেহাদ হইলো ছাদ।

তাহলে একটা ঘরে থাকতে গেলে কোনটি গুরুত্তপুন?  অবশ্যই ছাদ/জেহাদ/ তাই নয় কি?

অবশ্য খুটি/সালাহ/প্রশিক্ষন ছাড়া অই ঘরে চাল দেওয়া সম্ভব নয়। তাই খুটিও লাগবে ,তাও ভালো খুটি।  সালাহ আপনাকে নির্ভীক যোদ্ধা বানাবে।অন্যায় অবিচার নিমুল করে শান্তি এসলাম প্রতিষ্ঠা করবে। সংক্ষেপে এই হলো প্রকৃত এসলামের প্রকৃত সালাহ।

আর এই সালাহ যদি আল্লাহর দীন-উল-এসলাম /দীন-উল-হক প্রতিষ্ঠায় জেহাদের জন্য ঐক্যবদ্ধ না করলো আপনার সারা জীবনের সালাহ বৃথা।

রাসুলাল্লাহ বোলেছেন- কেয়ামতে আল্লাহ তার বান্ধাকে  আক্কেলের বেশি দেবেনা। (মানে বান্ধা যাই করেছে তা কি সে বুঝে করেছে না অবুঝের মত অন্ধ অনুকরন কোরেছে?.)

এ যামানার এমাম এমামুয্যামান ( The leader of the time) জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর শিক্ষা থেকে-      __ সিকদার----

হেযবুত তওহীদ _____

No comments:

Post a Comment