DESHERPATRO

Thursday, January 9, 2014

বিপাকে আজিকে মোল্লা,সিকদার হাবিব।

পড়েছে বিপাকে মোল্লা
ধর্মব্যবসার মুখুশ কে খোলিলা?
এ কোন লোক যে ব্যবসার গোমর করিলো ফাশ!
মরি মরি মোরা এ কি হলো সর্বনাশ।

হাজার সালাম তারে যে ব্যবসার মুখুশ খোলিলো
প্রভু যেন দেয় নছর মোদের তাহা মোর অন্তর বলিলো।

সিকদার----

No comments:

Post a Comment