মাতম চাহি নাহি
নুরের জ্যোতি চাহি
====♥==♥===
সিকদার হাবিব----
মোরা সেই সে জাতি মুখেই বলি
কোথা সে মোসলমান আমি প্রাণে জলি
মুখে শোনি তওহীদের বানী
আজিকে তারা কাপুরুষই জানি।
মুখে বলি মোরা প্রাণপ্রিয় মোসলমান
না মোরা ভাইয়ে ভাইয়ে রেষারেষি অভিমান।
মওলবী নাতে অহংকারী মোল্লারে দেখিনারে
দলে দলে ভাগ মোরা সায় নাহি দেই একারে।
আজিকে অহংকারের অনলে ফুলে ফেঁপে উঠি
সত্য এসলামে মোরা নাহি এক জুটি।
ফতোয়ার তরে জীবন করিবো ক্ষয় লইবো লাঠি।
এসলাম শেষ তাতে কি তবুও করিবো মাতামাতি।
নাহি করিবার চাহি মাতম
ডাকি অন্ধকারে নিঝুম,
সহসাই দেখো নুরের বাতি
প্রভুর দান হেযবুত জ্যোতি।
সিকদার----
No comments:
Post a Comment