DESHERPATRO

Thursday, January 9, 2014

আজকে মোসলেম জাতি সালাহ অর্থ বোঝেনা।

আজকে মোসলেম জাতি সালাহ অর্থ বোঝেনা।
মোসলেম জাতির ঘাড় ঘুরে গেছে।

আকিমুচ্ছালাত -(সালাত কায়েম করো)

আচ্ছা কায়েম যদি জামাতে হয় তাহলে মহিলারা আকিমুচ্ছালাত আল্লাহর এই কথা অমান্য কোরে?
তাহলে আজকে মহিলা পুরুষ তো একসাথে করেনা সালাহ। যা রাসুলাল্লাহর সময় হইতো। আপনি কি হজ্জের দিকে দৃষ্টিপাত করেন না? মহিলা পুরুষ আলাদা হজ্জ করেন? দেখেছেন কোনদিন?  তাহলে আজকে কেন আলাদা? কোন ফতোয়ার বলে আপনারা মহিলাদের আলাদা করছেন মসজিদ হতে? মা আয়েশা (রা) কি রাসুলাল্লাহর সাথে সালাহ কায়েম করেন নি?

কায়েম শব্দের অর্থ কোন জিনিস বা বিষয় কে স্থায়ী,  দৃঢ় শক্তভাবে গেড়ে দেওয়া(প্রতিষ্ঠা করা) ।

সালাত শব্দের অর্থ কোন বাকা লোহাকে পিটিয়ে সোজা করা।

তাই একজন মোমেন দেনিক পাচ ওয়াক্ত সালাত কায়েম করলে সালাহ তার মধ্যে গেড়ে গেলে (প্রতিষ্ঠা হলে)সে পিঠানো লোহার মত সোজা হয়ে যাবে, অশ্লীনতা তাকে স্পর্শ কোরতে পারবেনা। সে আত্তিকগুণে মহামানব হয়ে যাবে। সুন্দর চরিত্রের মানুষ হোয়ে যাবে সালাহ কায়েমের ফলে। সালাহর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে। সালাহর উদ্দেশ্য হলো মহান চরিত্র গঠন কোরে সত্যদীন (আল্লাহর সত্য জীবনব্যবস্থা) সাড়া দুনিয়াময় প্রতিষ্ঠার শপথ নিবে।তানাহলে বক্কিছক্কি সালাহ কি আল্লাহ নিবে?
আর একজন খাটি মোমেন,
সে আল্লাহর দীন কায়েমের জন্য সর্বদা প্রস্তুত থাকবে,জেহাদের জন্য সর্বদা প্রস্তুত থাকবে। জান ও সম্পদ একমাত্র আল্লাহর পথে সপে সে জেহাদে মোমেনদের সংগী হবে।কারন মোমেনের, উম্মতে-মোহাম্মদীর কাজই তো সত্যদীন কায়েম (প্রতিষ্ঠা).।

রাসুলাল্লাহ তাই বোলেছেন- এসলাম একটি ঘর, কলেমা অর্থাৎ তওহীদ তার ভিত্তি, সালাহ তার খুটি ও জেহাদ তার ছাদ "

তাহলে সালাহ কায়েম করে ভাল মানুষ, খাটি মোমেন,মোমেনা হোয়ে আসল উদ্দেশ্য জেহাদ করে সারা দুনিয়ায় আল্লাহর বিধান, সত্যদীন কায়েম করতে হবে। কারন ছাদ না থাকলে আপনি ঘরে থাকতে পারবেন না। চিন্তা কোরে দেখুন আজকের মোসলেম কি ঘরে থাকতে পারছে? ঘরে থেকে টেনে বের কোরে এনে দাজ্জাল!! ইহুদী-খ্রিস্টান সভ্যতার লোকেরা অত্যাচার নির্যাতন কোরছে সারা দুনিয়াময়।  আজ আমরা মহা মোসলেম কোন খবর নেইনা তাদের আমরা খুবই নামাজী হোয়ে গেছি। ফাতেমা নামের মেয়েকে ইরাকের জেলের মধ্যে আমেরিকান সেন্যরা দশদিন পর্যন্ত ধর্ষণ করলো, পাকিস্থানের আফিয়া সিদ্দিকী চিটিতে কি লিখে গিয়েছিলো?  তাকেও নরপিচাস রা ঐভাবেই নির্যাতন কোরেছে।

আমরা ১৪০০ বছর পার হোওয়া মহা মুসল্লি লেকিন একটা ওমর,একটা আলী,একটা খালেদ বিন ওয়ালিদ (রা) হতে পারলাম না। আমরা কি রকম সালাহ কায়েমকারী আর তারা কি রকম সালাহ কায়েম কারী। তারা ছিলো আল্লাহর আইন বিধান কিভাবে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায় সেই চরিত্রের, তাদের নেশাই ছিলো অন্যায়ের বিরুদ্ধে জান সম্পদ দিয়ে জেহাদ।
আর আজ আমরা কোন চরিত্রের?  একটু ভাবুন হে মহা মুসল্লি রা।

আল্লাহ সবাইকে সত্য বুঝার তাওফীক দান করুক।(আমিন)

সিকদার----

1 comment: