নিধনে তাদের কি?
-----------------
আমি তবলীগ জামাতি লোক
সঠিক এটাই ফাজায়েলে ভেজাল বুক
আর কিছু যেন নেহি সত্য ধরায় নাই
মানুষ যেটুকু ভাল এমনি চিল্লায় খায়।
ভালো মানুষ ধরে ফাজায়েলে ভেজাল পড়ায়
সত্য পথের পথিক পেলেও ধরে গোমরাহ বানায়।
যদি কেহ সত্য আয়াত হাদিস দেখায়
বলে এরা মানি মানি জইফ হাদিসে পলায়।
এরাই তারা রাষ্ট্রে নাহি চাহে প্রভুর বিধান
তাতে তবলীগের কি হলে মোসলেম নিধন?
সিকদার হাবিব---
No comments:
Post a Comment