মনের বেদন মনে রইলো
বসে আছো কিসের টানে?
---------------------
আমি কি বলিবো কারে বলিবো মনের বেদন
প্রভু ছাড়া কেহ নাহি বুঝিতে পারিবে মোর কাঁদন।
অন্তরে দু:খ, হাসি-কান্না যে তারই দান
যিনি বানালেন মোরে এ তারই প্রতিদান।
শোকর আদায় করার সাধ্য আমার নাই
এ যে প্রভুর করুনা সবার উপর তিনি যা চায়।
আমি দেখি মোর বলতে নাহি কিছু
তবুও মোরা ছুটছি মোরলের পিছু।
আর কত থাকবে ধরায়
এ যে খনিকের কড়াই।
বুক ফুলিয়ে করছো বড়াই
দম্ভ করে মারছো চড়াই?
দিনভর করছো কি
মানবের তরে ত্যাগ কি?
তুমি তোমার না কোন কিছুই না
তুমি তালাশ কোরে দেখোনা।
তাইলে বসে আছো কিসের টানে
জেহাদ না কোরে বেসে যাবে বানের জলে?
সিকদার----
No comments:
Post a Comment