তাতে আমার কি?কবিতা।
সিকদার হাবিব
তাতে আমার কি অন্যায় অবিচার হোক?
তাতে আমার কি মা বোন ধর্ষণ হোক?
তাতে আমার কি আমার কপালে কালো দাগ,
তাতে আমার কি শীতে মরে অসহায় এ যে মাঘ।
তাতে আমার কি মওলবী পয়সা খায় নামায় পড়িয়ে
তাতে আমার কি কোরান বেচে খাচ্ছে ওয়াজ করিয়ে?
তাতে আমার কি রাষ্ট্রে চলে দাজ্জালীও আইন
তাতে আমার কি ভুল সিস্টেমে মানুষ বাজায় বীন।
তাতে তাদের কি যারা মসজিদে দৌড়ায়
তাতে তাদের কি যারা গোমরাহী বানায়।
সত্য বিমুখ তারাই
যারা বিপদ দেখলে পলায়।
চারদিকে হাহাকার ঘরে বসে জপে বাবা সাই
দুনিয়া তো নাই তাহারা পরকালও হারায়।
মরছে মরুক অসহায়
বাবা সাই নিরুপায়।
ঘরের বাহিরে যাবেনা বাবা সাই
বিপদ জানের গেলেই যদি মরে যাই?
মরিলে কে জপিবে তসবিহ
মসজিদে না দৌড়াইলে কেমনে গোমরাহী?
তাতে আমাদেরই বা কি
আমরা যে গোমরাহী
No comments:
Post a Comment