সত্যইই হবে উদ্ভাসন
মিথ্যা হবে উন্মোচন।
------------------সিকদার-----
মোর রোজিতে এ কি হলো
হাটে হাড়ি ভেংগে কে দিলো?
আর নেহি গতি আমার যাই কোথা
এতোদিনের ব্যবসা ছাড়ি কেমনে মনে লাগে ব্যথা।
সত্য উদ্ভাসিত হলো কেমনে দেই ধামাচাপা
বেচে থাকার তাগিদে করিতাম ধর্মের কেনাবেচা।
তাও যদি হয় বন্ধ খামু কি?
প্রশ্ন তোমায় এখন তুমি খাও কি?
এখন যা খাও তাও বেচা পয়সা নাকি?
আর করিবা কত মোনাফেকি
আল্লাহকে আর দিবা কত ফাকি?
সত্য যদি করিতে হয় উদ্ভাসন
মিথ্যাকে করিতে হবে উন্মুচন।
প্রভু বোলে মেনোনা তাহার কথা
যে খায় ধর্মের নামে ব্যবসার পয়সা।
প্রভু আরো বোলে তুচ্ছ মুল্য নিলে বেচে আয়াত
কথা বলিবোনা আগুনে জলিবে তুমি আখিরাত।
এসলামে ধর্মব্যবসা নাহি করিবার অনুমতি
তবুও কেন আজিকে এই ফতোয়াবাজী?
ধর্মব্যবসা ডকুমেন্টারি ফিল্মটি দেখুন-
http://m.youtube.com/watch?feature=share&v=Wj3vDwbZc1c&desktop_uri=%2Fwatch%3Fv%3DWj3vDwbZc1c%26feature%3Dshare
সিকদার----
No comments:
Post a Comment