বাংলার জনগন কে এক হতে হবেই
------------------------------
জনগণ আজ শত আঘাত, নির্যাতন, আর শাসকদের খামখেয়ালি আচরণের
প্রতিশোধ নিতে মরিয়া হয়ে আছে। এই প্রতিশোধ
যে তারা কিভাবে নিবে সেটাই হলো দেখার বিষয়। কারণ বরাবরই
দেখে আসছি এক দলের প্রতি ক্ষোভ দেখাতে গিয়ে তারা আরেক অযোগ্য
দলের ভোটের বাক্স ভরে দেয়। তাই ভোটে জিততে এখন আর নেতাদের
নিজের ভালো হবার প্রয়োজন পড়ে না, প্রতিপক্ষ খারাপ হলেই যথেষ্ট।
এই সংস্কৃতি থেকে বাংলাদেশের জনগণ মুক্ত
হয়েছে কিনা বা আদৌ মুক্ত হওয়া সম্ভব কি না -
তা আমরা হয়তবা সামনেই টের পাব। যদি জনগণ প্রকৃতপক্ষেই শান্তি চায়,
নিরাপত্তা চায় তাহলে অবশ্যই তাদের এই
অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ তাদের এই
আত্মঘাতী কাজের ফলে তারা আজ রাজনীতির পঞ্চবর্ষের
চক্রপাকে জিম্মি হয়ে আছে। তবে এই
অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে গিয়ে যদি দেখা যায় তাদের
নিরাপত্তার দায়ভার নেবার মত বিশ্বাসযোগ্য
কাউকে তারা দেখতে পাচ্ছেন না, তাহলেও অবাক হবার কোন কারণ
নেই। কারণ এই সিস্টেমে বাস্তবিক প্রকৃত বিশ্বাসযোগ্য নেতার
উঠে আসার সম্ভাবনাও যে খুবই ক্ষীণ। কাজেই এহেন পরিস্থিতিতে শুধু
নেতা নয়, সিস্টেমও পরিবর্তন করা জরুরি হতে পারে। তবে যেটাই দরকার
পড়ুক না কেন তা অবশ্যই করতে হবে কারণ এখানে তাদের নিরাপত্তার
প্রশ্ন, শান্তির প্রশ্ন, এমনকি অস্তিত্বেরও প্রশ্ন! আর এটা করার ক্ষমতাও
একমাত্র তাদেরই আছে। কাজেই এই কথা বলার
অপেক্ষা রাখে না যে চলমান সঙ্কট থেকে মুক্তি পাওয়ার
চাবিকাঠি এদেশের অবহেলিত, উপেক্ষিত, নিগৃহীত এবং ধিকৃত জনগণের
হাতেই রয়েছে। এখন অপেক্ষা শুধু জনগণের ঐক্যবদ্ধ হওয়ার।
No comments:
Post a Comment