নারীর অধিকার
হাবিব সিকদার--
বল হে নারী বল হে মহিয়সী
বল হে সুন্দরী রমনী বল হে ঘর বন্দিনী
কে করিলো বন্ধি তোমায় তুমি বল এটাই এসলামী?
তুমি অধিকারী প্রভু তোমায় করেনী বন্ধি
তুমি নও পাশ্চাত্যের নারী।
তুমি জ্ঞানী মা আয়েশা মত রমনী
কে তোমায় আটকালো এ কি ফতোয়াবাজী?
কে লিবে মোর ভার কহে সন্ধ্যা রবি/
শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি
মাটির প্রদীপ কহে,''স্বামী
আমার যেটূকু সাধ্য করিব তা আমি''
লুলু আপু কাদে কহে কে নিবে ভার তাহার যতীত
তুমি মোমেন কই তোমার হারানো অতীত
তুমি কি ভুলে গেছো তোমার বোনকে
এসো দাও ফিরিয়ে তাহার সম্মানকে
আশায় বুক ভরা মুক্তমনা মোদের বোনেরা
হাসি খুশি আনন্দে মেতে উঠবে দুনিয়া,কই তরুনেরা?
এসো তরুন দাও অধিকার ফিরিয়ে
আযাদী বোনেরা নিক একটু জিরিয়ে
আর হবেনা অন্যায় মানিনা কোন বাধা
অধিকার পাবো ফিরে এই মোদের প্রত্যাশা।
মোরা গান গাই মোরা শ্লোগান দেই সত্যের
বিজয় হবেই হবে ধবংস হবে মিথ্যের
কখনো তুমি মেয়ে কখনো তুমি বধু সাঝনি
কখনো তুমি বোন কখনো তুমি মা জননী
তোমার মত সম্মান বলো আর আছে কার
তুমিই যে মায়ের সম্মানে নিয়েছ অধিকার
কালমুখী চাপে বাদরের খোপে কে করিলো তোমায় বন্ধি
তোমার মেধা তোমার চিন্তা চাপা পড়বে এমনি?
তুমি সমান তাল তুমি নও নিষাড়
উজ্জল ধরাতে তোমার জ্ঞান বিকশিত হইবার।
বিধাতা তোমায় বানিলো রমনী করে
শোকরিয়া করো প্রভুর সম্মান যেন বাড়ে।
হেযবুত তওহীদ ,সিকদার----
No comments:
Post a Comment