হেযবুত তওহীদ আল্লাহর এই কমান্ডের উপর প্রতিষ্টিত যে চেইন অফ কমান্ড ভাংবার নয়-
★আল্লাহ, রাসুল, আমির- চেইন অফ কমান্ড একই সুত্রে গাথা-★দীন
এসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে-
তাই দেখুন আল্লাহ কি বোলেন-
"হে মো'মেনগন আল্লাহর আনুগত্য করো, রাসুলের আনুগত্য করো, আনুগত্য
করো আদেশদানকারীর অর্থাৎ আমিরের। অত:পর যদি তোমাদের
মধ্যে কোন মতবিরোধ হয় তবে আল্লাহ ও রাসুলের দিকে প্রত্যাবর্তিত
হও- যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস কোরে থাকো;
এটাই কল্যাণকর ও শ্রেষ্ঠতর সমাধান। (সুরা -নেসা ৫৯)
রাসুলের উক্তি দেখুন-
"যে ব্যক্তি আমার আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য কোরলো। আর
যে ব্যক্তি আমার হুকুম অমান্য কোরলো সে আল্লাহরই হুকুম অমান্য
কোরলো। আর যে ব্যক্তি আমার নিযুক্ত আমিরের আনুগত্য কোরলো,
সে আমারই আনুগত্য কোরলো, আর যে ব্যক্তি আমার নিযুক্ত আমিরের
হুকুম অমান্য কোরলো, সে আমারইই হুকুম অমান্য কোরলো।"
(আবু হুরায়রা থেকে বোখারী ও মোসলেম)
এক হওয়ার জন্য মানুষ ডাকার করমসুচি লাগবে যা রাসুল কোরেছেন-যে কমসুচি আল্লাহ আবার হেযবুত তওহীদ কে দান কোরেছেন, যা আল্লাহ তার রাসুল কে দান কোরেছিলেন, যে কমসুচি ছাড়া দীনুল-হক প্রতিষ্ঠা অসম্ভব -সেই মহান ৫ দফা কমসুচি হলো -
১)ঐক্য
২)শৃঙ্খলা
৩) আনুগত্য
৪)হেজরত ও
৫) জেহাদ
এই পাচ দফা ছাড়া যতই গনতান্ত্রিক প্রদ্ধতিতে, পীর প্রদ্ধতিতে, মোল্লা, মোওলবী দফাতে এসলাম প্রতিষ্টিত করা হোক না কেন তাহা ব্যর্থতায় পর্যবসিত হবে। ১৪০০ বছর ধরে যেরকম হোচ্ছে।
আল্লাহ আবার হেযবুত তওহীদ কে সেই রাসুলের পাচ দফা দান কোরেছেন। এটি একটি আল্লাহর মহান দান। সারা দুনিয়ায় এই পাচ দফা অনুযায়ী কেউই এসলাম প্রতিষ্ঠা কোরছেনা। তাই তারা পরাজিত।
ফেসবুক এর মধ্যে কোটি বছর ডাকলেও সম্ভব? মাঠে নামতে হবে।
রাসুলুল্লাহর মক্কী জীবন বালাগুল মবিন -পোছিয়ে দেওয়া।মাঠে নেমে, টাইপ কোরে পলায়ন কোরে কম্পিউটার বুতাম টিপে নয়।
আজকে হেযবুত তওহীদ বাংলাদেশ এর মধ্যে সেই নজির রেখেছে যা অন্যান্য মোসলেম দলগুলো কোরতে পারেনি। ১৮ বছর ধরে হেযবুত তওহীদ বিশ্ববাসীকে সত্যদীনের আহবান কোরে যাচ্ছে।
কিন্তু আজকের তথাকথিত নামদারী আলেম মোল্লারা ধর্মব্যবসা নষ্ট হবে এই ভয়ে অপপ্রচারে ব্যস্ত হেযবুত তওহীদ নিয়ে। কিন্তু হেযবুত তওহীদ চলে আল্লাহর সাহায্যে। কেউ কোন ক্ষতি কোরতে পারবেনা এনশা'আল্লাহ।
আল্লাহ সবাই কে সত্য বুঝার তওফীক দান করুন।(আমিন)
No comments:
Post a Comment