এখন কিসের খুশি?
=============
সুখ খুশি নেহি দেখিতে পাই
আজ ধরায়
আজ কোরবানী দিতে যায়
সারা নিখিলে দু:খ,
এরা খুশি কই পায়?
দাজ্জালের সিস্টেমে এদের জীবন গড়া
এদেরকেই প্রতিনিয়ত মারছে এরা।
বাঁচিবার চাহে এরা দেখে চারদিকে মরা
বাঁচতে চাইলেই সিস্টেমের কবলে যে ধরা।
অন্যায় অবিচার চলছে চলুক
মোরা ঈদের আনন্দে বাজাই ঢোলক।
মা,বোন ধর্ষিত হচ্ছে হোক,
তবুও মোদের মহা মোসলেম বলুক।
নামেই মোসলেম চলবে গোজামিলে?
আল্লাহর বিধান রাষ্ট্রে প্রতিষ্ঠা না করিলে?
ভ্রাতৃত্ব খুশি যদি হয় ঈদ ,
তবুও কেন ভাংগবেনা নিদ?
ভাই ভাই একত্রে হলে সমস্যা কিসে?
খুশি তখনি দীন প্রতিষ্ঠা হবে একসাথে মিশে।
রহমত যদি থাকে প্রভুর সবাই একত্রে,
দোয়া করি তাই অশান্তি যেন না থাকে গোত্রে।
সুখ খুশিতো তখনি
প্রভুর বিধান রাষ্ট্রে যখনি,
আলোড়িত হবে দুনিয়া তাহার নুরের জ্যোতি
ফাসাদসাফাকুদ্দিমা বন্ধ হয়ে হবে শান্তি।
সিকদার----
No comments:
Post a Comment