আল্লাহ ও রাসুলের অবাধ্য কারা?
ﻭَﻣَﻦ ﻳَﻌْﺺِ ﺍﻟﻠّﻪَ ﻭَﺭَﺳُﻮﻟَﻪُ ﻭَﻳَﺘَﻌَﺪَّ ﺣُﺪُﻭﺩَﻩُ ﻳُﺪْﺧِﻠْﻪُ ﻧَﺎﺭًﺍ ﺧَﺎﻟِﺪًﺍ ﻓِﻴﻬَﺎ ﻭَﻟَﻪُ ﻋَﺬَﺍﺏٌ ﻣُّﻬِﻴﻦٌ (14
যে কেউ আল্লাহ ও রসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। তার জন্যে রয়েছে অপমানজনক শাস্তি।
And whosoever disobeys Allâh and His Messenger
(Muhammad SAW), and transgresses His limits, He will cast
him into the Fire, to abide therein; and he shall have a
disgraceful torment.
==♥===](সুরা নেসা ১৪)[===♥===
রাসুলাল্লাহ (দ:) ও তার সাহাবাগন সত্যদীন (সত্য জীবনব্যবস্থা) প্রতিষ্ঠার জন্য বহির্গত হোয়েছিলেন... আপনি আমি নিজেকে যাচাই করি আমরা আজ সত্যদীন প্রতিষ্ঠায় বহির্গত না হয়ে আল্লাহ ও তার রাসুলের বাধ্য রয়েছি না অবাধ্য রয়েছি?
আরেকটি কথা, রাসুলাল্লাহ যাহা সীমা দিয়েছে আল্লাহ কোরানে যাহা সীমা দিয়েছে তার বেশি গেলেই তো সীমা লংগন তাইনা?
আল্লাহ বললেন দীন নিয়ে বাড়াবাড়ি কোরোনা
রাসুল আয়াতের বিচার বিশ্লেষন সুক্ষ্মাতিসুক্ষ বিচার বিশ্লেষণ করতে না কোরেছেন। আমরা মোসলেম রা কি তা করিনি? অবশ্যই করেছি। তাহলে এই আয়াতের সত্যতা মোসলেম জাতির মধ্যে বহু আগেই পরিলক্ষিত হোয়েছে। নইলে কিভাবে শিয়া সুন্নি ইত্যাদি বহু দল হয়? এই আয়াতের বিচার বিশ্লেষন, মতভেদ এর মধ্যে লিপ্ত, দলাদলি এসলামে যাহা হারাম (আল আনাম - ১৫৯)
তাহলে সীমালঙ্ঘন, অবাধ্য আজকের মোসলেম জাতি কেন? তারা সংগ্রামে বের হতে বোললে ঘরে বসেই এসলাম প্রতিষ্ঠা কোরবে ( তাই দেখুন- সুরা তাওবা ৩৮-৩৯)
আজকের পুরা মোসলেম জাতিই আল্লাহর অবাধ্য হোয়ে গেছে।
দিতীয়- তারা দীনের মধ্যে নানা অভিমত, ফেরকা মাযহাব, তরিকা বানিয়ে দীন কে খন্ড বিখন্ড করে, একটা দুর্বল জাতিতে পরিণত হয়ে আল্লাহর কথা অমান্য কোরে সীমালঙ্ঘন কোরেছে, এদের জন্য পরকালে মহা আযাব না কাদের জন্য? ইহ কালে আল্লাহ দিচ্ছেন পরকালেও আজকের এই নামদারী আকিদাবিহীন, হেদায়াহবিহীন মোসলেম দের কে আল্লাহ আযাব দিবেন। কেননা এরা আল্লাহর সত্য জীবন ব্যবস্থা বাদ দিয়ে, দাজ্জাল! ইহুদী-খ্রিস্টান সভ্যতা অর্থাৎ দাজ্জালের আইন কানুন দিয়ে জাতীয় জীবন চালাচ্ছে আর জাতীয় জীবন হোতে এরা যেখানে বসে ফতোয়াবাজী কোরে মাতামাতি কোরে সে পর্যন্ত কন্ট্রোল করে এই জড়বাদী সভ্যতার লোকেরা।
আমাদের সবাইকে সত্যদীনের পক্ষে থেকে সকল ধর্মজীবি, ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলা উচিত।(আমিন)
No comments:
Post a Comment