জাতি কেন আজ
বন্দি শিকলে বাধা?
==♥=♥==♥==
সিকদার---- হাবিব
এসলাম ধবংস কেন আজ
এ কি সাধারণ মানুষের কাজ?
কোরেছে কারা ধর্মের নামে ব্যবসায়ী যারা
আজিকে বিভিন্ন দলে কোরেছে ভাগ তারা।
ওয়াজ কোরে মাহফিল কোরে
জাতি আজ এক নয় বহুদূরে।
যত কোরে ওয়াজ যত কোরে দোয়া
এক তো হয়ই না সবই হয় ভুয়া।
পীরগীরি কোরে তসবিহ ধরিয়ে বসিয়ে খানকায়
চোখ কান বুঝে জিকিরে মশগুল যেন পরপার দেখায়।
যাদের অস্তিত্ব ছিলোনা এসলামে
কোথা হতে হলেন উদয় এ সময়ে।
আজিকে হাজারো ফেরকায় ভাগাভাগি তারা
অন্যে খাচ্ছে মোদের খানা তবুও আক্কেল ছাড়া?
ধর্মের নামে কোরে উন্মাদনা পড়ছে মারা।
হাজার মায়ের বুক খালি আজিকে আত্মহারা।
এমন কোরেছি আজিকে মোরা দেশ তো বৃদ্ধ
রেষারেষি কোন্দলে আজিকে বেধে গেলো গৃহযুদ্ধ।
সিরিয়া আফগানে ইরাকে যাহা মিলিছে
দাজ্জালের অনুসারীরা মোর দেশ চুষে খাচ্ছে।
মোরা নিজেরা করি আজিকে বিবাদ
ফায়দা লুটছে অন্যে নিয়ে মোদের সম্পদ।
অহে বাংগালী তবুও কি তোমার বসে থাকার সময়?
ষোল কোটি এক হও দেখো দেশমাতার দুর্জয়।
কারো প্রবাদে কথায় থামবে না তুমি
শত ফেরকা ফতোয়া উপেক্ষা করো এ যে তোর ভুমি।
আমরা নিজেরা মরি ফায়দা লুটে তারা
মোদের দেশ মোদের সম্পদ কেন পড়বো মারা?
ধর ধ্বসে দাও অহে বাংগালী বন্ধি শিকল
যারা দেশ কে কোরেছে বিকল।
আজও মোরা নহি অচল।
মোরা রনবীর মোরা অবিচল।
সিংহের বিক্রমে কোরেছি যুদ্ধ
অন্যায় অবিচার কোরেছি রুদ্ধ।
এবার সময় ষোল কোটি বাংগালীর এক হবার
এ কথা সঞ্চার হোক যেন অন্তরে সবার।
আমি আছি সিকদার----
No comments:
Post a Comment