DESHERPATRO

Tuesday, December 31, 2013

এলোরে নতুন বছর চৌদ্দ আজিকে তেরো যে বৃদ্ধ

এলোরে নতুন বছর চৌদ্দ
আজিকে তেরো যে বৃদ্ধ
===♥===♥===♥♥====♥==
সিকদার---- হাবিব

এলোরে নতুন বছর চৌদ্দ
আজিকে তেরো যে বৃদ্ধ
পুরানে ছিলে তুমি আবদ্ধ
নতুন সুরে তুমি আজ মুগ্ধ ।

শুভেচ্ছা নতুন বছরের
সময় কাটবে সবার আনন্দের
পুরান বছরের বেলা বিদায়ের
আনন্দ হোক সবার ভরা হূদয়ের

দোয়া করি সুন্দর কোরে শুরু হোক তোমার জীবন
নতুন সাজে নতুন কোরে গড়িবে তুমি ত্রিভুবন।
আশারর মেলা নিয়ে এলো নতুন বছর
নতুন সাজে সেজে থাকুক জীবনভর।

তের গেলো চৌদ্দ এলো
সুখের আসর যেন বয়ে গেলো।
খুশিতে মাতি এ বেলা
নতুন বছর মনেতে দেয় দোলা।

এলোরে ইংলিশ নিউ ইয়ার
ভুলে যাই সব বিভেদ অহে ডিয়ার
এসো গড়ি জীবন নতুন আংগিকে
শত বিভেদ ভুলে জড়িয়ে নাও বুকে।

সিকদার----

No comments:

Post a Comment