আধুনিক জেহাদির পলাপ
====♥==♥====
সিকদার----
আমি আধুনিক মোসলেম
ফেসবুকে করি তসলিম।
আমাদের নাই কোন নেতা
মোরা ফতোয়া করেই জেতা।
মোরা কোরেছি এসলাম প্রতিষ্ঠা
ফেসবুকের তরে জেহাদে নিষ্ঠা।
জীবন করেছি দান টাইপের তরে
সত্যদীন কোরেছি কায়েম বসে ঘরে।
রাষ্ট্রে প্রভুর বিধান নাহি চলে তবুও মোসলেম জাতি
ঘরে বসে তাতে কি মোরা জেহাদি প্রতিবাদী।
মোরা অলস রেফারেন্স দেই কামে নেই
ইদুরের মত সভাব মোদের জলাঞ্জলি দেই।
সিংহের গর্জনে কাপে ফেসবুকের পাতা
নাহি করিবার চাহি মিলন একাই নেতা।
চোদ্দ শত বছর কোরেছি পার মাতামাতি কোরে
আজিকে মোরা গড়িবো একজাতি কোন সুরে?
উম্মতে-মোহাম্মদীর লক্ষ্যই বহির্গামী
আজিকে মোরা কোন নেশায় নিম্নগামী?
প্রভু বলিলো কেমনে ছাড়ি অহে মোমেন তোমায়
কে করেছো যুদ্ধ কে করনি প্রমান দাও আমায়।
কিসে করিবে যুদ্ধ তুমি অন্যায়ের বিরুদ্ধে
অসহায় শিশু নারী পুরুষ যে মরে শাসরুদ্ধে।
তবুও ঘরে বসে মাটি খামরে বসে থাকবো
আধুনিকের যন্ত্রের দাড়াই ঘরে বসে লেখবো।
এই তো জেহাদ এই তো নেকি
সহসা সবই যে আমি পথভ্রষ্ট দেখি।
আমিই মহা মোসলেম আমিই হলাম ঠিক
চিন্তা চেতনা খেয়েছি বেচে পাইনা কোন দিক।
কতো কোরেছি ফতোয়া পেছিয়ে গেছি
মসজিদে ওয়াজ মাহফিলে আয়াত বেচি
মহা মোওলবী মহা জ্ঞানী মোরা
প্রভু কথা বলিবেন না পরপারে ধরা।
বিশ্বাস করিতে মোদের চোখ জুড়ায়
ধর্মব্যবসায়ীর মুখুশ খুলে দিলো প্রভু বাকারায়।
হাজার দলে কেন আজিকে মোরা বিভক্ত জাতি
মহা ফতোয়াবাজীর ফলে মোওলবীর বাতি।
নাহি চাই কোন্দল মোরা চাহি শান্তি
গড়িতে চাহি মোরা এক মহাজাতি।
সিকদার----
No comments:
Post a Comment