DESHERPATRO

Monday, December 30, 2013

বাংগালী জাতির ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।

বাংগালী জাতির আজিকে নেইকো ভয়-
ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।
================
সিকদার-----

"ঐ দেখো মোড়ল পশ্চিমা প্রভু
আজিকে তুমি তাদেরই চাও তবু?
ছোড়ে চলে গেলো গুছাতে নিজ ঘর
কুফরতন্ত্র কায়েম তুমি করিবে জীবনভর?

সস্তি নাও একটু তুমি এবার
ছোড়ে ফেলো ভুলতন্ত্র শান্তি পাবার।
ষোল কোটির সময় এসেছে এক হবার
বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবার।

কার কথায় তুমি আজ নিস্তব্ধ
কে বা করিলো তোমার জ্ঞানের পথ রুদ্ধ?
এ সেই তারা ধর্মের নামে উন্মাদনা কোরে যারা
আজিকে মোর সমাজে ধর্মব্যবসা কোরে কারা?

ঐক্যহীন জাতি আজিকে কেন মোরা
অন্যের লাথি খেয়ে আজ বাঁচে কারা?
আমরাও তো মানুষ
বাংগালী হোয়ে কি মোরা ফানুশ?
মোদের মাথা তুলে দাঁড়াবার
নেইকো অধিকার?

কোন সে লোক মোদের চিরিলো বক্ষ
হাজার দলে বিভক্ত মোরা বাংগালী নাই ঐক্য।
আঠারো বছর ধরে ডাকে তোমায় ঐ দেখো
এই সে হেযবুত তওহীদ চায় যে জাতির ঐক্য।

সত্যভাষী সাহসী পুরুষ এ যামানার এমাম
ডাকছে তোমায় বিভেদ ভুলে সত্যদীন করো কায়েম।
হাজার কোন্দল বাদে দেশমাতার ফিরুক এবার শান্তি
সত্যভাষী ডাকে যামানার এমাম বায়াজীদ খান পন্নী।

ধর্মের নাম কোরে সত্য যারা কোরেছে আড়াল
তারা শত্রুর ভয়ে ভীত ধর্মজীবি কাঠবিড়াল।
বিপদ দেখিলে লেজ গুটিয়ে পালায় পারে যতদুর
আজিকে তারা সিংহের জাতি নয় গর্তের ইঁদুর।

সত্যভাষী এ যামানার এমাম সত্য করিলো প্রকাশ
ধর্মব্যবসায়ীদের গোমর হোইলো ফাশ।
হে ষোল কোটি বাংগালী মানব আজিকে তোমার দুর্জয়
হেযবুত ডাকে তোমায় ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়।

সিকদার হাবিব----

No comments:

Post a Comment