আছে ধর্মের ব্যবসায়ী, আলবৎ আছে
সিকদার---- প্রমাণ আছে আমার কাছে।
মোরা মহা মওলবী কোরান দেখি নাহি
বেশি বেশি জাল হাদিস চাহি
কোরানে যাহা তাহা নাহি মানি
আয়াত বেচে খাই এটাই মোরা জানি।
কেয়ামতে প্রভু কথা বলিবেন না হালে নাই পানি
মোদের মুখুশ হইবে প্রকাশ যখন আসবে সত্যের ধ্বনি।
মসজিদে এমামতি মাসে পাই ভেতন
ওয়াজ মাহফিলে বায়না কোরে লোক করি চেতন।
চালান ছাড়া করি ধর্মের ব্যবসা পয়সা নাহি লাগে
ধর্মের বব্যবসা কোরে পরপার তো হারাইছি বহু আগে।
খ্রিস্টান আলিয়া মাদ্রাসা লাগাইলো ডিগ্রী
মোওলানা,মুহাদ্দিস, আলেম, মুফতি
তাই নিয়ে সমাজে ঘুরি ফতোয়া দেই
রাষ্ট্রে আল্লাহর হুকুমে মোদের প্রভাব নেই।
চৌদ্দ শত বছর কোরেছি পার মাতামাতি কোরে
কোন্দল ছোড়ে এবার এসো হেযবুতের তরে।
মোরা উম্মতে-মোহাম্মদী দাবি একটাই
সবাংগনে মোরা তওহীদ চাই।
হুকুম মানিনা মানবো না প্রভুর ছাড়া
সারা দুনিয়ায় সত্যদীন কায়েম হবে হেযবুতের দ্বারা।
অহে ষোল কোটি বাংগালী এবার দাও সাড়া
প্রভুর দয়ায় শান্তি ফিরবে যদি তাওহীদে দাও ধরা।
হিংসা বিদ্বেষ আর করিবে কতকাল
ধ্বংসের মুখে তুমি অন্ধকার পরকাল।
এসলামে যে নাই তুমি হুশ হারিয়েছো কবে
সত্য দেখেও মিথ্যের চাদরে লুকিয়ে থাকো সবে?
প্রভু চান তার নুর প্রকাশ করিতে
তারা চায় তেহাত্তুরে ভাগ থাকিতে।
চোখ খোল চেয়ে দেখো সত্য কায়েমে ডাকছে কারা
কোথায় আছে সত্যান্বেষী হেযবুত তওহীদ ছাড়া?
বিনা সাের্থ মানবতার কল্যানে হেযবুত তওহীদ খাড়া
আজিকে মোদের দেশ কাদের দ্বারা অন্যায়ে ভরা?
ধর্মের নামে ব্যবসা কোরে পয়সা নেয় তারা,
সত্য কে চাপা দিয়ে আয়াত গোপন করে যারা।
সিকদার-----
No comments:
Post a Comment