DESHERPATRO

Saturday, December 14, 2013

যামানার এমাম মোহাম্মদ বায়াজীদ খান পন্নী।

এ যামানার এমাম তিনি
জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী।
==[♥]===[♥]===[♥]===
সিকদার হাবিব_____

তুমি যা দিয়েছো আমায় কি দিব তার প্রতিদান, 
মন মঝালে ওহে আমার এমামুযযামান।
হাজার সালাম তোমায়
সত্য পেলাম প্রভুর কৃপায়।

অন্ধকারে ভরা এ ধরার বুকে
প্রভুর নুর উদ্ভাসিত দুনিয়া ভরে যাবে সুখে।
সত্যদীন কায়েমে অনেকেই চেষ্ট্রা কোরে
পাচ দফা দয়া কোরে প্রভু দিলেন তারে।

সারা নিখিলে প্রভুর দীন যাই কায়েম কোরেছে
পাচ দফা ছাড়া তাদের সবই বৃথায় গেছে।
প্রভুর দয়ায় পাচ দফা শুরু কোরলো হেযবুত তওহীদ
দীন কায়েমে সফল আসবে ভাংবে তোমার নিদ।

প্রভু কোরেছে দান তার নবীকে
কায়েম কোরো তুমি প্রভুর দীনকে।
পাঠালেন প্রভু তাহকে হেয়াদাহ সত্যদীন দিয়ে
কিভাবে করিবে প্রতিষ্ঠা পাচ দফা না নিয়ে?

তাহাই করিলো দান প্রভু এমামুয্যামানকে
প্রভুর সাহায্য আজিকে হেযবুতের দিকে।
এই সেই এমাম যিনি সত্যকে ফুটিয়ে তুলিলো
প্রভু তাকে দয়া কোরে সত্যদীনের মো'জেজা দিলো।

মো'জেজা অসীকার কোরে এ সাধ্য কার আছে
এ যে প্রভুর দয়ায় অন্ধকার ধরায় এসেছে।
নাহি কবু পথ কোন কোথা যাবে তুমি
সবই তো বাকাপথে নাহি দেখি ভুমি।

সত্যদীন কায়েমে ডাকছে যামানার এমাম
কোথা চলো বাকা পথে শক্ত করো ঈমান।
প্রভু বোলেছে বাকাপথে লাভ কি তাতে
যামানার এমাম ডাকে সোজা পথে।

সত্যদীন কায়েমে হাত রাখো হাতে
সারা ধরায় প্রভুর নুর উদ্ভাসিত হয় যাতে।

হেযবুত তওহীদের লক্ষ্য তাই
মোরা একজাতি গড়িতে চাই।
মহান প্রভু যদি থাকেন সহায়
সারা নিখিলে হবে দীন কায়েম তার দয়ায়।

বসে আছো কিসের টানে এসো জেহাদের প্রান্তরে
অহংকার হিংসা রিপু ছুড়ে ফেলো জেদ রাখো অন্তরে।
এতো প্রভুর সাঝে মোদের সাঝে তাইকি?
মোরা মরন নেশায় দীন কায়েমে ডাকি।

সত্য আকিদা প্রভু  কোরলেন দান
এই সে যামানার এমাম বায়াজীদ খান।
প্রভুর রাহে মোজাহেদের গেলে প্রান
তাজা রয়ে যায় তারা চির শহীদি চির অম্লান।
ঘোর সন্দেহে রয়েছে যাদের মন
তারা এসে দেখে যাও তার তাজা প্রমান।

সিকদার-----

No comments:

Post a Comment