এই হলো দাজ্জাল!! অতি সহজেই চিনুন!!
দাজ্জালের ভয়ংকরী রুপ অতি দ্রুত দুনিয়াময় ছড়াচ্ছে।। আর যে দিক দিয়ে যাচ্ছে, দুমরে মুছরে, সব খেয়ে খেয়ে যাচ্ছে।
দুনিয়াময় আজ কান পেতে দেখুন,ক্রন্দনের আওয়াজ তারা সাহায্য চায় (নেসা 75)দাজ্জালের অত্যাচার আজ সারা দুনিয়াময় মোসলেম জাতির উপরে। একটু চিন্তা করুন ভাই।
দাজ্জালকে আরো সহজভাবে চিনতে হলে রাসুলুল্লাহ (দ) এর সুত্র মোতাবেক চিনতে হবে। সেইটা হলো তিনি (রাসুল (দ)) বলেন -দাজ্জাল ইহুদী জাতির মধ্য হইতে উথিত হবে এবং সারা দুনিয়ায় আল্লাহর সার্বভৌমত্ব হটিয়ে তার (দাজ্জালের)সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে।
বতমান সময়ে কারা আল্লাহর সার্বভৌমত্ব (আল্লাহর আইন কানুন, কারা জাতীয় জীবন হতে হটিয়েছে? )
একবাক্যে সবাই বলবে ইহুদী-খ্রিস্টান সভ্যতা ছাড়া আর কারা? তাহলে ইহুদী-খ্রিস্টান বস্তুবাদী সভ্যতাই যে দাজ্জাল তাতে আর কোন সন্দেহ থাকে কি?
আরো সংক্ষেপে বলতে হলে এইভাবে বলতে হবে- জীবনের যে কোন অংগনে আল্লাহ বাদে অন্য যে কোন আইন, বিধান,হুকুম মানলে উহাই দাজ্জাল এবং যারা এই মান্যকারী তারা সবাই দাজ্জালের অনুসারী একেবারে সাফ কথা।
আল্লাহর সার্বভৌমত্ব হটিয়ে দিবে এর মানে কি?
আল্লাহর সার্বভৌমত্ব (আইন কানুন -সর্বপরি সমগ্র বিধান রাষ্ট্রীয় বিধান হটিয়ে তার (দাজ্জালের আইন) দিবে।
তাহলে কে আজ আমাদের হুকুম বিধান দাতা? ইহুদী-খ্রিস্টান ই হলো আমাদের জীবনে রুবুবিয়্যাহ (রব) হিসাবে দাবী করে এবং কি বতমানে সকলভাবে তার(দাজ্জালের প্রভুত্ব আদায় কোরছে আমাদের কাছ থেকে।ইহুদী-খ্রিস্টান বস দাজ্জাল নাতো কে দাজ্জাল?
আমরা এমন গোমরাহী ,অন্ধ হয়ে গেছি যে আমরা দাজ্জালকে চিনতে পারলাম না। বতমানে যে আপনারা সিস্টেম (জীবনব্যবস্থায় চলতেছেন) ব্যক্তি হইতে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মানে প্রচলিত সিস্টেম এই সিস্টেম ই দাজ্জাল!!!!! সুদভিত্তিক অর্থনীতিক, রাজনেতিক,শিক্ষাব্যবস্থা ইত্যাদি সবক্ষেত্র আল্লাহর টা বাদ দিয়ে বতমানে যেটা মানতেছেন সেইটাই দাজ্জাল। আর যারা মানতেছেন, তারা দিনের আলোরমত পরিষ্কার দাজ্জালের অনুসারী প্লাস সহকারী। (উদাহরণ যারা দাজ্জালে গনতন্ত্র নামক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছে আল্লাহর টা প্রতিষ্ঠা বাদে, তারা দাজ্জালের অনুসারী না,তো আমরা অনুসারী ?
তাই আসুন দাজ্জালকে চিনে প্রতিরোধ করে দুই শহিদের মযাদা লাভ করি।(আমিন) (বুখারী, মোসলেম)
যোগাযোগ, হেযবুত তওহীদ_____
তওহীদ প্রকাশন।৩১/৩২ পি.কে.রায় রোড, পুস্তক ভবন,বাংলাবাজার, ঢাকা।
[ফোন নম্বর :- ০১৬৭০১৭৪৬৪৩, ০১৬৭০১৭৪৬৫১
০১৯৩৩৭৬৭৭২৫]
www.hezbuttawheed.com
www.tawheedprocation.org
- See more at: http://desherpatro.com
সিকদার হাবিব ------- হেযবুত তওহীদ।
No comments:
Post a Comment