৬০/৭০ বছর পর থেকে এসলাম নাই, কেন নাই?
রাসুল (দ) ওফাতের ৬০/৭০ বছর পর থেকেই এসলাম দুনিয়ায় নাই। ।। জেহাদ নাই কেতাল নাই সবই বন্ধ।। যাও আছে তাও ছোট ছোট দলে দলে, ,জাতীয়ভাবে বাদ দিয়েছে।। আছে আলেম, উলামা,পীর মাশায়েক অভাব নাই,
মোসলেম আছে তাও আবার 1300 বছর আগে হতে আছে, আকিদাবিহীন ভাবে আছে,এসলামের উদ্দেশ্যবিহীন ভাবে আছে।।।
নেই শুধু মহান আল্লাহর এসলাম। নামে এসলাম আছে, কিন্তু আল্লাহর আইন বাদে জাতীয় জীবনে আছে "দাজ্জাল!! ইহুদী-খ্রিস্টান বস্তুবাদী সভ্যতার" আইন, আল্লাহর আইন নেই।
যেন কিছুই হয়নি, যেন আগের এসলামের চেয়ে ভালো এসলাম আছে আজ দুনিয়ায়।
যেটাতে (আল্লাহর আইন থাকলে) রাষ্টের প্রতিটি মানুষ সুখে থাকবে, তাইই নাই তাহলে আছে টা কি? কিছুই নেই। উপরে উপরে জিকির ফিকির করেই পার পাবেন? এতো সোজা? যারা রাষ্ট্রে আল্লাহর আইন দিয়ে বিচার না করে এবং যারা মেনে নেয় তারা কাফের (মায়েদা 44;45;47) তারা ছাড়া যারা খেলাফত আবার চায়, এবং আজ থেকেই চেষ্ট্রা করে। অন্যথায় বক্কি ছক্কি কাফেরদের দলে (তাগাবুন 2)
মাযহাব আছে? কে বানাইলো? এমামগন ও কি আল্লাহর আয়াত বুঝেনি? বরং আমরা মহা মোসলেম তাই আমরাই দলাদলি করতেছি।।। এমামদের নাম ভাংগিয়ে খাচ্ছি কিন্তু কেন?
যাইহোক আল্লাহ কি বলেন দেখুন-
মতভেদ!! বিতর্ক? ভাগাভাগি?
মতভেদ অনৈক্য সৃষ্টি করা এসলামে একদম হারাম
আর যারা মতভেদ সৃষ্টি করেছে তারা জাহান্নামী না তাহলে কি? (সুরা আস শুরা- 13-16দেখুন)
আর মোসলেম রা দীনকে ভাগাভাগি, ফেরকা মাযহাব বানিয়ে এসলামটাকে ধ্বংস করে ফেলেছে। (দেখুন ফেরকা নিষেধ "আলে-এমরান 103; )
তারপর ভাগাভাগি খন্ড বিখন্ড দীনকে এটাও হারাম
(সুরা আল আন আম -159 দেখুন)
*নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খন্ড-বিখন্ড করেছে এবং অনেক(মাযহাব, ফেরকা) দল হয়ে গেছে,তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তা'আয়ালার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে।
সূরা আনআম - ১৫৯,
“ ﻭَﺍﻋْﺘَﺼِﻤُﻮﺍْ
ﺑِﺤَﺒْﻞِ ﺍﻟﻠّﻪِ ﺟَﻤِﻴﻌًﺎ ﻭَﻻَ ﺗَﻔَﺮَّﻗُﻮﺍْ ”
“ আর তোমরা জামাআতবদ্ধ ভাবে আল্লাহ্র রজ্জুকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধর;
এবং ফিরক্বাবন্দী হইয়ো না।”
(সুরা আলে-এমরান 03:103)
যোগাযোগ, হেযবুত তওহীদ_____
তওহীদ প্রকাশন।৩১/৩২ পি.কে.রায় রোড, পুস্তক ভবন,বাংলাবাজার, ঢাকা।
[ফোন নম্বর :- ০১৬৭০১৭৪৬৪৩, ০১৬৭০১৭৪৬৫১
০১৯৩৩৭৬৭৭২৫]
www.hezbuttawheed.com
www.tawheedprocation.org
- See more at: http://desherpatro.com
হেযবুত তওহীদ ______
No comments:
Post a Comment