হেযবুত তওহীদ মানে কি?
বেসমেল্লাহের রাহমানের রহিম।
হেযবুত আরবী শব্দ এর অর্থ দল /সংগঠন/ আন্দোলন।
আর তওহীদ অর্থাৎ একত্তবাদ(মানে আল্লাহর একত্তবাদের দল)
হেযবুত তওহীদ মানে হলো আল্লাহর একত্তবাদের দল।
বাংলাদেশে একাটি আন্দোলন আছে এই আন্দোলনের নাম-
______"হেযবুত তওহীদ"________
এই আন্দোলন এক আল্লাহর তওহীদ, খেলাফত, একত্তবাদের দিকে আহবান করে যাচ্ছে।তাই ইতিমধ্যে আল্লাহ কয়েকটি মো'জেজা দিয়ে সাহায্য
করেছেন। সেই মো'জেজা কি? যে এই আন্দোলনের সদস্য সদস্যারা মিত্তুর পরও 3-4 দিন পযন্ত জীবত থাকে।উনাদের ভিডিও পযন্ত বর্তমান আমাদের
কাছে আছে। এই হলো মহান আল্লাহর সাহায্য "মো'জেজা।
আর আরো একটি মো'জেজা যে এই আন্দোলন প্রতিষ্ঠার এমাম -
এ যামানার এমাম এমামুয্যামান (The leader of the time) জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী।
উনার একটি 10 মিনিটের বক্তব্যের মধ্যে আল্লাহ একাটি বিশেষ মো'জেজা (miracle)অলৌকিক দিলেন। সেইটা হলো যে উনার বক্তব্য 3 দারা বিভাজ্য হয়।এই মো'জেজা দিয়ে আল্লাহ এ যামানার এমাম হিসাবে জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী কে নির্ধারণ করেছেন।
No comments:
Post a Comment