DESHERPATRO

Wednesday, August 7, 2013

বর্তমান সিস্টেম পাল্টাও

বর্তমান সিস্টেম পাল্টাও

বতমান সিস্টেম যতদিন থাকবে
গরীব আরো গরীব হবে
ধনী আরো কোটিপতি হবে
গরীব গোল্লায় যাবে
ধনী পোলাও খোরমা খাবে

গরীব তাও কিছু বলবেনা
ধনী চুষে খাওয়া ছাড়বেনা

মানুষের আইন যতদিন মানবে
ন্যায় বিচার পাবেনা শুধু কাঁদবে

নাও যদি আল্লাহর বিধান
ইহ ও পরকালে সুন্দর সমাধান।

যদি বাদ রাখ প্রভুর শরিয়াহ
পরপারে আছে তোমার জন্য হাবিয়াহ

যদি ভুলে যাও হাজার মতবাদ
প্রভু তোমার সহায় তুমি গড়িবে রাংগা প্রভাত।

হেযবুত তওহীদ, সিকদার----

No comments:

Post a Comment