বর্তমান সিস্টেম পাল্টাও
বতমান সিস্টেম যতদিন থাকবে
গরীব আরো গরীব হবে
ধনী আরো কোটিপতি হবে
গরীব গোল্লায় যাবে
ধনী পোলাও খোরমা খাবে
গরীব তাও কিছু বলবেনা
ধনী চুষে খাওয়া ছাড়বেনা
মানুষের আইন যতদিন মানবে
ন্যায় বিচার পাবেনা শুধু কাঁদবে
নাও যদি আল্লাহর বিধান
ইহ ও পরকালে সুন্দর সমাধান।
যদি বাদ রাখ প্রভুর শরিয়াহ
পরপারে আছে তোমার জন্য হাবিয়াহ
যদি ভুলে যাও হাজার মতবাদ
প্রভু তোমার সহায় তুমি গড়িবে রাংগা প্রভাত।
হেযবুত তওহীদ, সিকদার----
No comments:
Post a Comment