DESHERPATRO

Friday, August 9, 2013

তারাই ভাগ্যবান -কারা?

তারাই ভাগ্যবান -কারা?
================

এখনি সময় এসো রুখে দাড়াও
করো শপথ দাজ্জালের তন্ত্র সরাও

কই তুমি মোজাহেদ
নাও শপথ এমামের

করনি তুমি অংগীকার
কিসে করিলো তোমায় নিষাড়?

সিস্টেম হারা চায় তারা নেতা
ক্ষনেই মুক্ষম সুযোগ ক্ষনেই তুমি জেতা।

মোমেন কি বসে থাকে ঘরে
খাটি হয়েও কি দেবে সারে?

তুমি যাও থেকোনা বসে
মানুষ বুঝুক সত্য এসে গেছে

যদি তুমি নাই বলো
মোমেন হোওয়া মিথ্যে হলো

শরতো করিবে পুরন এই তো ইজ্জত
জেহাদ করো দিয়ে জান ও সম্পদ

দিন গেলো সময় গেলো
সত্য না জানিয়ে কোথায় চলো?

আর কতদিন এ কাজ করিবে
প্রভুর ডাকে তুমি তো মরিবে

বাঁচতেই যদি না পারো
সত্য প্রচারে নেমে পরো

মোমেন যদি না করে সত্য প্রচার
তাগুত কি করিবে সেতো নিষাড়

আচ্ছা ঘরেই রইলে বসে
এ জাতির সাথে তফাৎ কিসে?

মোমেনের খাতায় লিখেছো নাম
ডাকে এমাম তবুও করিবে না প্রভুর কাম?

তুমি আসো ফিরে আসো থেকোনা বসে
দুনিয়ার মোহ যেন তোমায় আটকিয়ে না রাখে।

তুমি এসেছো কার জন্য ,নাকি
সুনাম ,যশ,খ্যাতি?

তুমি বড় অনেক বড় তোমার সম্মান
প্রভু দিবে তোমায় সুশোভিত উদ্যান

হেযবুত তওহীদ,সিকদার----।

No comments:

Post a Comment