DESHERPATRO

Friday, August 9, 2013

খুলনায় পিতা-পুত্রকে জবাই করে হত্যা

খুলনায় পিতা-পুত্রকে জবাই
করে হত্যা
খুলনানিউজ.কম:: খুলনা মহনগরীর
খালিশপুরের দুর্বারসঙ্ঘ এলাকায়
পিতা-পুত্রকে জবাই
করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকাল ৬টায় তৈয়বুর
রহমান (৬০) ও তার ছেলে মনির (১২) নিজ বাড়িতে একসঙ্গে খুন হন।
পিতা-পুত্রের জবাই করা মৃতদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছান
খালিশপুর থানা পুলিশ। খালিশপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তৈয়বুর রহমানের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, ইসলাম ধর্মীয়
নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করতে দু’জন লোক তাদের
বাড়িতে প্রায়শই আসতেন। বৃহস্পতিবার সকাল ১১টায় তারা আবার
এসে তৈয়বুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন।
তৈয়বুর রহমানের
স্ত্রী বিকালে কেনাকাটা করে ফিরে এসে স্বামী ও সন্তানের জবাই
করা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন বলে জানিয়েছেন
ওসি সুকুমার বিশ্বাস।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, নিহত পিতা-পুত্রের মরদেহ
ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।

No comments:

Post a Comment