খুলনায় পিতা-পুত্রকে জবাই
করে হত্যা
খুলনানিউজ.কম:: খুলনা মহনগরীর
খালিশপুরের দুর্বারসঙ্ঘ এলাকায়
পিতা-পুত্রকে জবাই
করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকাল ৬টায় তৈয়বুর
রহমান (৬০) ও তার ছেলে মনির (১২) নিজ বাড়িতে একসঙ্গে খুন হন।
পিতা-পুত্রের জবাই করা মৃতদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছান
খালিশপুর থানা পুলিশ। খালিশপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তৈয়বুর রহমানের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, ইসলাম ধর্মীয়
নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করতে দু’জন লোক তাদের
বাড়িতে প্রায়শই আসতেন। বৃহস্পতিবার সকাল ১১টায় তারা আবার
এসে তৈয়বুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন।
তৈয়বুর রহমানের
স্ত্রী বিকালে কেনাকাটা করে ফিরে এসে স্বামী ও সন্তানের জবাই
করা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন বলে জানিয়েছেন
ওসি সুকুমার বিশ্বাস।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, নিহত পিতা-পুত্রের মরদেহ
ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।
হেদায়াহ এবং তাকওয়া দীনুল এসলামের উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে বর্তমানে আমাদের আকিদা যেমন বিকৃত ও ভুল, তেমনি তাক্ওয়া ও হেদায়াহ সম্বন্ধেও আমাদের ধারণা ভুল। কোন দুষ্ট প্রকৃতির গোনাহগার লোককে যদি উপদেশ দিয়ে মদ খাওয়া ছাড়ানো যায়, চুরি-ডাকাতি ছাড়ানো যায়, তাকে মুসল্লী বানানো যায়, সওম রাখানো যায় তবে আমরা বলি- লোকটা হেদায়াত হোয়েছে। ভুল বলি। কারণ আসলে সে হেদায়াত হয় নি, মুত্তাকী হোয়েছে। তাক্ওয়া এবং হেদায়াহ দু’টি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
Friday, August 9, 2013
খুলনায় পিতা-পুত্রকে জবাই করে হত্যা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment